X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইসির রোডম্যাপ বিএনপি-জাপার কাছে ‘মূল্যহীন’, সহযোগিতা করবে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘১৩টি চ্যালেঞ্জ’ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ‘১৯টি করণীয়’ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) নিজস্ব ভবনে এসব কর্মপরিকল্পনার কথা জানায় ইসি। যদিও ‘অসুস্থতার কারণে’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। নির্বাচন কমিশনের এই কর্মপরিকল্পনাকে মূল্যহীন মনে করছে বিএনপি ও জাতীয় পার্টি। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে, কমিশনের পরিকল্পনা সুচিন্তিত ও প্রতিষ্ঠানটিকে দলটি সহযোগিতা করবে।

নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনার মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা সৃষ্টি; নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের, বিশেষ করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং ব্যবহৃত ইভিএম-এর প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি উল্লেখযোগ্য।

বরাবরই আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটভুক্ত দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর কাছে ইসি নিরপেক্ষতা, সরকারের প্রভাব ও ইভিএম নিয়ে প্রশ্ন রয়েছে। প্রধানত বিএনপির নেতারা চলমান কমিশন গঠনের প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধিতা করে আসছে। প্রতিষ্ঠানটির কোনও আমন্ত্রণেই সাড়া দেয়নি দলটি। ইসির কর্মপরিকল্পনা প্রস্তাব সামনে আসার পর স্বাভাবিকভাবে বিএনপির নেতারা বিরোধিতাই করেছেন। দলটির নেতারা জানিয়েছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেমন তারা অংশ নেবে না, তেমনি এই ইসির অধীনেও নির্বাচনে যাবে না বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন কমিশন যে রোডম্যাপই দিক, কোন কিছুই কাজ করবে না। কারণ নির্বাচনকালে সরকার পরিবর্তন ছাড়া বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ কোনও নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। সেটা জাতীয় নির্বাচন হোক কিংবা অন্য যাই হোক।’

বিএনপি নেতা মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনারদের নিয়েই। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন একজন নির্বাচন কমিশনার। আমার প্রশ্ন হলো, এই নির্বাচন কমিশনার কোথা থেকে এসেছেন, কে তাকে নিয়োগ দিয়েছে? অবৈধ সরকার যাদের নিয়োগ দিয়েছে; সেই নির্বাচন কমিশন অবৈধ।’

‘নির্বাচন কমিশনের রোডম্যাপ মূল্যহীন’ এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘যে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। আইনে আছে, নির্বাচনের সময় দেশের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। কিন্তু নির্বাহী বিভাগ যদি নির্বাচন কমিশনের কথা না শোনে তাহলে কী হবে তা বলা নেই। তাই নির্বাচন কমিশনের কথা নির্বাহী বিভাগ মানতে বাধ্য নয়।’

জাপা মহাসচিব জানান, জাতীয় পার্টি (জাপা) চেয়েছিল নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে আইন করা হোক। কেউ নির্দেশ অমান্য করলে যেন কমিশন সাথে সাথে ব্যবস্থা নিতে পারে। কিন্তু নির্বাচন কমিশনই ক্ষমতা চায় না।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ইসির অবস্থান নিয়ে প্রশ্ন করেন চুন্নু। তার ভাষ্য, ‘শুরু থেকেই নির্বাচন কমিশন স্ববিরোধী কথা বলছে। তারা বলছে, কাউকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনা নাকি তাদের কাজ নয়। তাহলে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে এত আলোচনা করলেন কেন? আবার তারা বলেছেন, সবাই চাইলে নাকি ব্যালটে নির্বাচন হবে। শাসক দল তো ইভিএম চায়, তাহলে কী বেশিরভাগ দলের মতামত উপেক্ষা করে ইভিএম-এ নির্বাচন করবে কমিশন?’

মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘১৫০ আসনে ইভিএম-এ নির্বাচন করতে নির্বাচন কমিশন আরও ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য দেশের ১০টি অঞ্চলে ১০টি ওয়্যার হাউজ নির্মাণ করবে তারা। এজন্য প্রায় ৯ হাজার কোটি টাকার একটি বাজেটও তৈরি করেছে নির্বাচন কমিশন।’

বিএনপির অনমনীয়তা ও জাতীয় পার্টির বিরোধিতা থাকলেও নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে এটা তার নিজস্ব এখতিয়ার। স্বাধীনভাবে কাজ করার অংশ হিসেবে এই রোডম্যাপ দিয়েছে। কাজেই এই ব্যাপারে আমাদের দ্বিমত পোষণ করার কোনও অবকাশ নেই।’

আব্দুর রহমান বলেন, ‘তারা নিশ্চয়ই সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সুচিন্তিতভাবে এই রোডম্যাপ দিয়েছে। আর অবাধ নির্বাচনের জন্য যা যা করণীয় তা স্বাধীনভাবে করবে এবং এ বিষয়ে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে।’

/এসটিএস/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া