X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খেলা হবে আর আমাদের কর্মীরা ললিপপ খাবে, তা হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ১৯:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:২৭

বুধবার রাতে মতিঝিলে বিআরটিসির বাস পোড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা যে আবার ফিরে এসেছে, সেটি জানান দিয়েছে। বিএনপি এখন জঙ্গিদের মাঠে নামিয়েছে বলে তথ্য আছে। অস্ত্রবাজদের মাঠে নামালে খবর আছে। খেলা হবে আর আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ললিপপ খাবে, তা হবে না। প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় সতর্ক পাহারা দেবে নেতাকর্মীরা।’

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক যৌথ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

১০ ডিসেম্বরের সামবেশ সামনে রেখে রাজধানীতে ‘গাড়ি পোড়ানো’র মাধ্যমে বিএনপি আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, নির্বাচনের মাঠে, ডিসেম্বরে। আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। পাল্টা আক্রমণ করলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে। সমাবেশের নামে কোনও বিশৃঙ্খলা করা হলে, সহিংসতা করা হলে, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা আসে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। খেলা হবে পাচারে বিরুদ্ধে। এখনও যারা টাকা পাচার করছে, খবর আছে। টাকা পাচারকারীদের কাউকে ক্ষমা করবেন না শেখ হাসিনা।’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একজন রহস্যপুরুষ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. কামাল হোসেন এখন মুখ খুলেছেন। তিনি বলেছেন, বাইরে যেতে হবে, তাই নাকি সরকার বিদেশে টাকা পাচার করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দয়ায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেফতারের সময় কামাল হোসেন গাড়িতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসেন। গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরে ঢুকে পড়েন। তারপর তিনি পাকিস্তানিদের সঙ্গে মিলেমিশে পাকিস্তানে চলে গেছেন বলে খবর পেলাম আমরা।’

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক: ওবায়দুল কাদের
বিএনপির নেতৃত্বে আন্দোলনে থাকা দলগুলো সাম্প্রদায়িক অশুভ শক্তি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে