X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘না. গঞ্জ আ. লীগ কমিটিতে জি কে শামীম নামে কেউ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

র‌্যাবের অভিযানের সময় নিজ কার্যালয়ে জি কে শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বা মহানগর আওয়ামী লীগের তালিকায় জিকে শামীম নামে কোনও ব্যক্তির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক  ব্যারিস্টার  বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কমিটিতে জি কে শামীম নামে কেউ নেই।’ র‌্যাবের অভিযানে নিকেতন থেকে আটক জি কে শামীম প্রসঙ্গে তিনি এই তথ্য জানান।

একইসঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকাও সরবরাহ করেন বিপ্লব বড়ুয়া।

২০১৭ সালের ১০ আগস্ট অনুমোদিত নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুলিপি দেখিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জি কে শামীমের কোনও সংশ্লিষ্টতা নেই।’ তিনি  আরও বলেন, ‘আওয়ামী লীগের ২০১৮ সালে ঘোষিত নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করে শুদ্ধ রাজনীতির ধারাকে স্থায়ী করার জন্য প্রধানমন্ত্রী জনগণের অভিপ্রায়ে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধেও নির্মোহভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই প্রক্রিয়ায় ইতোমধ্যেই অনেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের বেআইনি ও অবৈধ ব্যবসা-বাণিজ্যের আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

কেন্দ্রীয় আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কমিটির তালিকা

প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী আরও বলেন, ‘আমরা মনে করি, অপরাধীর পরিচয় অপরাধীই, সে যে দলেরই হোক না কেন। কেউ যদি দেশের প্রচলিত আইন যদি কেউ ভঙ্গ করে ব্যবসা-বাণিজ্য করে তাহলে একটি গণতান্ত্রিক সরকারের কাজ হচ্ছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা লক্ষ করেছি, জি কে শামীম আওয়ামী লীগের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে এমন বিভ্রান্তিকর ও অসত্য খবর পরিবেশিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে জি কে শামীম নামে কেউ নেই। আমি  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশন অনুযায়ী বলতে চাই, দেশের সব চেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনও তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্যটি যাচাই করুন।’ তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:  জি কে শামীমের অফিসে মিললো ১৬৫ কোটি টাকার এফডিআর ও নগদ পৌনে ২ কোটি টাকা

 

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে