X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অতীত ভুলে নতুন করে এগিয়ে যেতে চাই: জয়নাল হাজারী (ভিডিও)

জামাল উদ্দিন
২৮ অক্টোবর ২০১৯, ২৩:২১আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:৫২

একান্ত সাক্ষাৎকারে জয়নাল হাজারী রাজনীতিতে ‘অতীত মনে রাখলে’ কোনও কাজ করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য জয়নাল হাজারী। তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, অতীত ভুলে নতুন করে সামনে এগিয়ে যেতে চাই।’ সোমবার (২৮ অক্টোবর) ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ার চিঠি হাতে পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ধানমন্ডির বাসায় বসে সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয়নাল হাজারী বলেন, ‘রাজনীতিতে আমার শত্রুর অভাব নেই। দীর্ঘ ২০ বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও শত্রুরা কিন্তু বসে ছিল না। তারা সবসময় ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, যা এখনও অব্যাহত রয়েছে।’

দীর্ঘ ২০ বছর পর নতুন করে স্বীকৃতি পাওয়ার পর অনেক ভালো লাগছে মন্তব্য করে জয়নাল হাজারী বলেন, ‘নেত্রী স্বীকৃতি দেওয়ার পরও একটি পক্ষ অপপ্রচার চালিয়েছে। আমি আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি। অনেক যুদ্ধ করেছি। অনেক জেল-জুলুম খেটেছি। তাই অনেক দিন পর হলেও নেত্রী এই স্বীকৃতি দিয়েছেন। তাকে আমি আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই।’

দলের জন্য কীভাবে সক্রিয় হবেন—এমন প্রশ্নের জবাবে জয়নাল হাজারী বলেন, ‘বয়স বিবেচনায় বড় দায়িত্ব পালন করা অসম্ভব। তারপরও বিশেষ করে নেত্রী যখন যে দায়িত্ব ও নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবো।’ তবে, উপদেষ্টা পরিষদের সদস্যদের তেমন কোনও দায়িত্ব নেই বলেও তিনি মন্তব্য করেন।

জয়নাল হাজারী

আপনার সম্পর্কে বিভিন্নজনের মন্তব্য-বিতর্ক নিয়ে আপনি কী বলবেন—এমন প্রশ্নের জবাবে জয়নাল হাজারী বলেন, ‘কিছু লোক আছে, তারা বিতর্ক সৃষ্টি করেছে। যেমন একটা কঠিন বিতর্ক হলো, গত ২০ বছর থেকে আমার শত্রুরা একচেটিয়া বলে এসেছে আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। তরা সবসময় বলে এসেছে এই কথা। ফলে আমি দলে তেমন সক্রিয়ভাবে অংশ নিতে পারিনি। তারা মানুষকেও বিশ্বাস করাতে সক্ষম হয়েছে।’

জয়নাল হাজারী আরও বলেন, ‘‘আমাকে যে বহিষ্কার করা হইনি, সেটা দলের সভানেত্রী শেখ হাসিনা নিজেই গণভবনে অনেক নেতার সামনে বলেছেন। তিনি বলেছেন, ‘আপনাকে কখনোই দল থেকে বহিষ্কার করা হয়নি। আমি বহিষ্কার করিনি। কে বহিষ্কার করেছে, আমরা জানি না।’ এরপরও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এক সাংবাদিককে বলেছেন, সাধারণ ক্ষমার আওতায় নাকি ২০১৪ সালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। নেত্রী বলছেন বহিষ্কার করা হয়নি, আর কিছু লোক বলছে বহিষ্কার করা হয়েছে। এখানে আমি কী করবো?’’

‘নতুন করে আপনাকে মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে কী বলবেন’—এমন প্রশ্নের জবাবে জয়নাল হাজারী বলেন, ‘‘নেত্রী বলেছেন, ‘দলে যারা ত্যাগী, নির্যাতিত, দলে যাদের অবদান আছে, দলের পিউর লোক, আমি একে একে তাদের সবাইকে স্বীকৃতি দেবো ও পুরস্কৃত করবো।’ এটি হয়তো সেই পরিকল্পনারই অংশ। আর উপদেষ্টার পদটি হচ্ছে সম্মানের।’’

শুদ্ধি অভিযান সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দলের মধ্যে যারা ক্যাসিনো-কাণ্ডের মতো কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নেত্রী। এ জন্য নেত্রীকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। এবারের অভিযান নিজ দলের লোকদেরও ছাড় দিচ্ছেন না তিনি। নিজের আত্মীয়-স্বজনকেও ছাড় দিচ্ছেন না। এতে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এক্ষেত্রে ফেনীটা শুধু আলাদা। একরামকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হলো। নিজ দলের লোকদের হাতে এমন হত্যাকাণ্ড নজিরবিহীন। সেটারও আসল নেপথ্য নায়করা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলো। সারাদেশের পরিস্থিতি একরকম, ফেনীর পরিস্থিতি আরেক রকম। ফেনীতে কোনও নিয়ম-কানুন নেই। ইয়াবার হেড কোয়ার্টার হচ্ছে ফেনী। আমার ধারণা, ফেনীর এই পরিস্থিতি অতি অল্প দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে।’

জয়নাল হাজারী

ফেনীর এই নেতা  বলেন, ‘ফেনীর অরাজকতা কিছুটা হলেও বন্ধ করা যায় কিনা, সেটা আমি দেখবো। বলা হচ্ছে, উপদেষ্টারা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে সরাসরি যেতে পারেন। তাই যখন যেখানে যা ঘটবে, আমি সেটা নেত্রীকে জানাবো। তার নলেজে কোনও অপকর্মের খবর গেলেই তিনি তার প্রতিকার করেন। সে জন্যই আমার একটা সুবিধা হয়েছে যে আমি নেত্রীকে খবরটা দিতে পারবো। তথ্য সরবরাহ করে কিছুটা উপকার করতে পারবো।’

উল্লেখ্য, জয়নাল হাজারীকে দলের উপদেষ্টা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিটি সোমবার (২৮ অক্টোবর) তার হাতে তুলে দেওয়া হয়। হাজারী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে চিঠি গ্রহণ করেন। দলীয় সভাপতি শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত সংগঠনের ২০তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতা বলে জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে

 

  

ছবি : সাজ্জাদ হোসেন

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস