X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আশা করবো প্রধানমন্ত্রী খালি হাতে ফিরবেন না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ১৪:৪২আপডেট : ২৫ মে ২০১৮, ১৫:০২

আলোচনা সভায় বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আমরা আশা করবো প্রধানমন্ত্রী খালি হাতে ফিরবেন না। আশা করি তিনি তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন করেই ফিরবেন। আর না হলে আমরা বলবো তিনি ব্যর্থ হয়েছেন।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে এ সভার আয়োজন করা হয়। 

মওদুদ বলেন, ‘এতদিন সরকার নিশ্চুপ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের কাছে তালিকা আছে। তাহলে এই অভিযান আগে থেকে চালিয়ে মাদক নিয়ন্ত্রণে আনতে পারেননি কেন? কারণ, এই মাদক ব্যবসায় তাদের নেতারা জড়িত। হাজার হাজার কোটি টাকা আয় করেছে।’

তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মানুষ মারা শুরু করেছে সরকার। ৮ থেকে ২৫ মে পর্যন্ত ১৭ দিনে ৫৮ জন মানুষ মারা গেছে। মানুষের জীবনের কি মূল্য নেই? আমরা চাই মাদক নির্মূল করা হোক। এই দায় দায়িত্ব সরকারের। আমাদের এ ব্যাপারে কিছু করার নেই। কিন্তু মানুষ মেরে মাদক বন্ধ করা যায় না।’

নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এটি একটি তল্পিবাহক নির্বাচন কমিশন। সরকার যা চাইবে তাই করবে।  আচরণবিধি পরিবর্তন করছে। এখন সংসদ সদস্যরা প্রচার চালাতে পারবেন। সংসদ সদস্য মানে তো আওয়ামী লীগের। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে এটি করেছে। তারা সংসদ রেখে আগামী নির্বাচন করতে চায়। তাই এই নিয়ম রেখেছে।’

তিনি বলেন, ‘আইন, আদালত ও শান্তিপূর্ণ কোনও কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। কোনও আন্দোলন ছাড়া জনগণের কোনও দাবি কোনোভাবে আদায় করা হয়নি।’ 

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা দেন।

 

 

 

/এসএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ