X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করতে জামায়াতকে ২০ দলীয় জোটের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ২০:৩৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২০:৪২



২০ দলীয় জোটের শরিক দলগুলোর বৈঠক সিলেট সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছেন বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট। শনিবার বিকালে গুলশানের বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে শরিক দলগুলোর নেতারা জামায়াতকে এই অনুরোধ করেন।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সিলেটে জামায়াতের প্রার্থী এখনও আছে। আজকের বৈঠকে সব শরিক দল অনুরোধ করেছে, তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে।’ তিনি আরও বলেন, ‘নিশ্চয় রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বৈঠকে তাদের প্রতিনিধি ছিলেন।’ তিনি দলের হাইকমান্ডকে আমাদের অনুরোধের বিষয়টি জানাবেন। আশা করি, ২০ দলীয় জোটের ঐক্যের বিষয়টি তাদের কাছে গুরুত্ব পাবে।’
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০ দলের মধ্যে কোনও বিভেদ নেই। সব নির্বাচনে যে কোনও রাজনৈতিক দল অংশ নেবে, সেই স্বাধীনতা আছে। জামায়াতকে আমরা অনুরাধ করেছি। সিলেটের ব্যাপারে তারা ২০ দলীয় জোটের অনুরোধ রাখবেন।’
সংবাদ সম্মেলনে শেষ জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০ দলীয় শরিকরা জামায়াতের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করেছেন, আমি দলের নীতিনির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছে দেবো।’
নজরুল ইসলাম খান জানান, ‘জোটের বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রী অধ্যাপিকা জওসন আরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ১২ জুলাই এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের গাড়ি বহরে হামলার নিন্দা জানানো হয়েছে।’ তিরি আরও বলেন,‘ জয় বাংলা স্লোগান দিয়ে গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। হামলাকারীদের ভিড়িও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হোক। পুলিশের ভূমিকাও তদন্ত করা হোক।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কল্যাণ পার্টি ছাড়া সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

/এএইচআর/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ