X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আ. লীগ অনেক বিপদে আছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৫:২৬আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৮:১৪

খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ অনেক বিপদে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘তাদের দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) এখন ছোটাছুটি শুরু করেছেন। তিনি অনেকের বাড়ি পর্যন্ত যেতে শুরু করেছেন।’

রবিবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনি টেলিফোন করলেও আমাদের মহাসচিব বলতে বাধ্য হবেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। সামরিক বাহিনীকে নির্বাচনের সময় আনতে হবে। আপনি যদি আমাদের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎও করেন তবু তিনি একই কথা বলবেন।’

তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি একই সূত্রে গাঁথা। কারণ, দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া কোনও নির্বাচনই জনগণ মেনে নেবে না। ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তখন কোনও নির্বাচন হয়নি। সেজন্য দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। ’

বিএনপির এই নেতা বলেন, ‘এক লাখ ৪৪ হাজার টন কয়লা নেই, কোথায় গেছে? কারণ, দেশ এখন লুটতরাজদের হাতে। এই অবৈধ সরকার তাদের মদত দিচ্ছে। এতে তাদের কোনও দায়বদ্ধতা নেই। বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে স্বৈরাচার স্বীকৃতি পেয়েছে। তারা ফ্যাসিবাদী সরকার। তারা রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন জনগণও ফ্যাসিবাদী সরকারকে বিশ্বাস করে না।’

তিন সিটি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, গাজীপুর ও খুলনার মতো তিন সিটিতে একই মডেল প্রস্তুত রাখা হয়েছে। সেখানে এমনভাবে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করেছে, সাধারণ ভোটাররা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সেখানে ভোট দিতে হবে না। তথাকথিত শেখ হাসিনা মডেলের নির্বাচন করতে চায় তারা।

/এসজেএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র