X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্যের সুযোগ করে দিয়েছে শিক্ষার্থীরা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৫:২৯আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:০৯

সভায় নেতারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতীয় ঐক্য তৈরি করার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাদের এই আন্দোলন আমাদের নাড়া দিয়েছে। জাতীয় ঐক্য ছাড়া এই স্বৈরাচারী, ফ্যাসিবাদ সরকারের হাত থেকে, বিপদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। ছেলেরা আমাদের একটা সুযোগ করে দিয়েছে। এখন দায়িত্ব সব রাজনৈতিক দলের জাতির সঙ্গে একাত্মতা পোষণ করা।’

সোমবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদ ও সংহতি সমাবেশের আয়োজন করে উদ্বিগ্ন নাগরিক সমাজ।

তিনি বলেন, ‘আজকে শুনেছি নতুন করে আমার নামে একটি মামলা হয়েছে। অবশ্যই আমরা মামলাকে এখন আর বেশি কিছু একটা মনে করি না। মামলা কোনও সমস্যা না। কারণ, আমার বিরু‌দ্ধে মামলা সংখ্যা ৮৬ । আমাদের বেশিরভাগ নেতার নামে ৪০-৫০ করে মামলা রয়েছে। এখন মূল সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা আন্দোলন করে মরছে। তাদের জন্য কী বাসযোগ্য একটি বাংলাদেশ করে যেতে পারবো?’

বিএনপি মহাসচিব বলেন, ‘শিক্ষার্থীদের একটি ফেস্টুন বা ব্যানার আমাকে আকর্ষণ করেছে। তারা সেখানে লিখেছে- রাস্তা বন্ধ, রাষ্ট্র মেরামতের কাজ করা হচ্ছে। ছেলেরা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখন রাষ্ট্রের মেরামত প্রয়োজন। অথচ সেই ছাত্রদের ওপর হামলা করছে সরকার দলীয় নেতাকর্মীরা। তারা (সরকার) পুলিশ আর তাদের গুন্ডা সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে আর মিথ্যাচার করছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি বলে গেছেন একটি দানবীয় শক্তি সবকিছু দখল করে আছে। আমাদের পার্লামেন্ট নেই, প্রশাসন সম্পূর্ণরূপে দলীয়করণ হয়ে গেছে। গণমাধ্যমকে প্রচণ্ড নির্যাতন করে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় আমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবের হাত থেকে দেশকে রক্ষা করা, আমাদের অর্জিত সম্পদ রক্ষা করা।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দীন আহমেদ প্রমুখ।

/এএচইআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস