X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আ. লীগ ও সরকার পালানোর পথ খুঁজছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৭

মতবিনিময় সভায় মির্জা ফখরুল আওয়ামী লীগ ও সরকার পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও সরকার পরাজিত হয়েছে। তারা এখন পালানোর পথ খুঁজছে। এজন্য তারা মরিয়া হয়ে শেষ চেষ্টা করছে কীভাবে বিএনপি ও জনগণকে দমানো যায়।’  

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধা দল।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পতন আসন্ন বলে তারা পাগল হয়ে গেছে।  তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে যেনতেন নির্বাচনের ব্যবস্থা করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ বিরোধী দল ছাড়া কোনও নির্বাচন গ্রহণ করবে না।’

আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে দাবি করেন বিএপির মহাসচিব। তিনি বলেন, ‘জনগণের কাছে তাদের কোনও অবস্থান নেই। আওয়ামী লীগের কাছ থেকে জনগণ দূরে সরে গেছে।’

বাংলাদেশ এখন সংকটময় মুহূর্ত অতিক্রম করছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের স্বাধীন সার্বভৌমত্ব, গণতন্ত্র  ও যতটুকু অগ্রগতি হয়েছে তা থাকবে কিনা নির্ভর করছে আগামী কিছু দিনের ওপর।’

দেশের বর্তমান সংকট থেকে উত্তরের একমাত্র পথ  জনগণের জাতীয় ঐক্য বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আশাকরি অতি দ্রুত জাতীয় ঐক্য হবে। এর মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

বৃহত্তর ঐক্য করতে হলে প্রত্যেককে কিছু না কিছু ছাড় দিতে হবে বলেও উল্লেখ করে বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি বৃহত্তর জাতীয় ঐক্য করতে। আশা করি সফল হবো।’

সংগঠ‌নের সভাপ‌তি ইশ‌তিয়াক আজিজ উলফা‌তের সভাপ‌তি‌ত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএন‌পির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম,সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক সম্পাদক ক‌র্নেল (অব.) জয়নাল আ‌বেদীন, সাধারণ সম্পাদক সা‌দেক খান প্রমুখ।

 

 

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস