X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কখনও লবিস্ট নিয়োগের প্রয়োজন বোধ করেনি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৮:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

সরকারের বিভিন্ন মন্ত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, তাদের দল কখনও লবিস্ট নিয়োগের প্রয়োজনবোধ করেনি। তিনি বলেন, ‘বিএনপি কোনও লবিস্ট নিয়োগের সিদ্ধান্তই কখনও নেয়নি। লবিস্ট নিয়োগ করার প্রয়োজনও বোধ করেনি। লবিস্টরা যেসব কথা বলবেন বিএনপি নেতারা নিজেরাই তা প্রকাশ্যে বলে থাকেন।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

মোশাররফ বলেন,  দেশকে একদলীয় স্বৈরশাসনে ফিরিয়ে নেওয়ার পরিকল্পিত প্রয়াসকে প্রতিহত করে গণতন্ত্র রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা। জনগণের ওপর সরকারি নির্মম অত্যাচার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার করে সীমাহীন নির্যাতন ও মৌলিক মানবাধিকার হরণ, সভা-সমাবেশ এবং বাক স্বাধীনতা হরণের খবর দেশ-বিদেশে প্রচারিত হয়। দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ, সংগঠন, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রগুলোকেও নিজেদের বক্তব্য ও অভিমত প্রকাশ্যেই অবহিত করেন বিএনপি নেতারা।

তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি মহাসচিবের যেসব পত্রের কপি সাংবাদিকদের মাঝে বিলি করেছেন তাতে কোথাও এমন কোনও বক্তব্য নেই যা তিনি এবং দলের অন্যান্য নেতারা প্রকাশ্যে বলেননি বা মিডিয়ায় প্রকাশিত হয়নি। এসব বক্তব্যের কোনওটাই জনগণ বা দেশের স্বার্থ বিরোধী নয় বরং জনগণ ও দেশের পক্ষে বিএনপির নৈতিক অবস্থান।

মোশাররফ হোসেন বলেন, সরকারের মন্ত্রীদের দাবি, তারা কোনও লবিস্ট নিয়োগ করেননি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, একটি ‘জনসংযোগ প্রতিষ্ঠান’কে কিছু দায়িত্ব দিয়েছেন। কিন্তু তথ্য প্রমাণ বলে সম্পূর্ণ ভিন্ন কথা।

তিনি বলেন, বহু বছর ধরে নিয়মিত চুক্তিতে কাজ করা লবিস্ট প্রতিষ্ঠান বিজিআর ছাড়াও গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের আয়োজন ও সফর বিনিময়ের লক্ষ্যে মাত্র ১ মাসের জন্য ৪০ হাজার ডলার ফিতে নিয়োগ করা হয়েছিল আরেকটি লবিস্ট প্রতিষ্ঠান ‘ফ্রিডল্যান্ডার’কে। এ ব্যাপারে কেঁচো খুড়তে গেলে আরও বহু বড় বড় সাপ বেরিয়ে আসবে।’

তথ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে লিখিত বক্তব্যে ড. মোশাররফ বলেন, এসব চুক্তি সম্পর্কে মন্ত্রীদ্বয় যদি না জেনে থাকেন তাহলে সরকার ও সরকার দলীয় কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞ এসব মন্ত্রীর বিজ্ঞের মত কথা বলা বন্ধ করা উচিত। আর যদি জানেন, তাহলে তথ্য গোপন করার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত।

মোশাররফ আরও বলেন, যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ের সংস্কৃতি অনুশীলন করছে— সেই একই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিএনপি’কে ভয় দেখানোর চেষ্টা করছে।

জনগণের অর্থ ব্যয় করে সরকার ও সরকারি দল লবিস্ট নিয়োগের নামে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং তার উৎস কী—এ বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা