X
সোমবার, ০৪ জুলাই ২০২২
২০ আষাঢ় ১৪২৯

পদ্মা সেতু জনগণের টাকায় হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ২৩ মে ২০২২, ১৮:২৩

পদ্মা সেতু নির্মাণে দুর্নীত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার পদ্ম সেতুর বড়াই করছেন। পদ্মা সেতু আপনাদের একার না। জনগণের ভ্যাট-ট্যাক্স দিয়ে করেছেন এটি। এখানে যে দুর্নীতি করেছেন, তা আপনাদের সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে।’

সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ জানতে চায়, পদ্মা সেতুর জন্য মানুষের কত টাকা কেটে নিয়েছেন। জাতির কত টাকা আপনারা এই পদ্মা সেতুতে ব্যয় করেছেন। আর কত টাকা নিজেদের পকেটে ভরেছেন।’
 
মির্জা ফখরুল বলেন, ‘আজ আওয়ামী লীগ উন্নয়ন-উন্নয়ন করে চিৎকার করে। কীসের উন্নয়ন করেছেন, কার উন্নয়ন করেছেন? উন্নয়ন তো করেছেন পি কে হালদারের। উন্নয়ন করেছেন শিক্ষামন্ত্রীর ভাইয়ের। আর আপনারা যারা ক্ষমতায় আছেন, তাদের প্রত্যেকের।’

আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের দিকে নিয়ে গেছেন। খবরের কাজগ খুললে দেখা যায়, লুটপাট হচ্ছে। আর এর সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত।’

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাকে যদি উন্নত চিকিৎসা দেওয়া না হয়, তাহলে তার বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা বারবার বলেছি, তাকে মুক্তি দেন। আজ এখান থেকে দাঁড়িয়ে আহ্বান ও দাবি জানাতে চাই, এখনও সময় আছে, তাকে মুক্তি দেন। বিদেশে যাওয়ার সুযোগ দেন। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর নামে যে মামলা আছে, তা তুলে নিন। যারা কারাগারে আছে, তাদের মুক্তি দেন।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুরের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন–উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
‘সিম আছে, তবে চালু হবে না’
‘সিম আছে, তবে চালু হবে না’
হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট
হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট
রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
ইতালিতে হিমবাহে ধস, নিহত ৫
ইতালিতে হিমবাহে ধস, নিহত ৫
এ বিভাগের সর্বশেষ
শিক্ষা আইন প্রণয়ন কমিটিতে যুক্ত হতে চায় হেফাজত
শিক্ষা আইন প্রণয়ন কমিটিতে যুক্ত হতে চায় হেফাজত
বিএনপি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না: তথ্যমন্ত্রী
বিএনপি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না: তথ্যমন্ত্রী
ঈদের আগেই মামুনুল হকের মুক্তি চাইলেন জাফরুল্লাহ-মান্না-নুর
ঈদের আগেই মামুনুল হকের মুক্তি চাইলেন জাফরুল্লাহ-মান্না-নুর
২৮ জুলাই রূপরেখা জানাবে গণতন্ত্র মঞ্চ   
২৮ জুলাই রূপরেখা জানাবে গণতন্ত্র মঞ্চ  
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ঈদ কার্ড পাঠিয়েছেন জিএম কাদের
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ঈদ কার্ড পাঠিয়েছেন জিএম কাদের