X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খেলাটা ফেয়ার হতে হবে: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৩:২৯আপডেট : ২৯ জুন ২০২২, ১৩:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপি দেখিয়ে দিয়েছে। কেয়ারটেকার সরকার করে খালেদা জিয়া পদত্যাগ করে নির্বাচন দিয়ে পরাজয় বরণ করেছেন, ওইটাকে বলে গণতন্ত্র। সেই সাহস যদি সরকারের থাকে, তাহলে সাহস করে আসুক, নির্বাচন করুক। আমরা যদি পরাজয় বরণ করি, যে জিতবে, সে জিতবে। কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।’

বুধবার (২৯ জুন) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যরা তার নেতৃত্বে মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা শপথ নিয়েছি দেশ ও জাতির স্বাধীনতা-গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে যাবো।’

তিনি বলেন, ‘ নিরপেক্ষ সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে যাবো না। বিএনপি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হলে যাবে।’

 বক্তব্য রাখছেন ইকবাল হাসান মাহমুদ টুকু (ছবি: সাজ্জাদ হোসেন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের মতবিনিময়ে আশা প্রকাশ করেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা কী করবো, তা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা যাবো, তার কোনও কারণ নেই। তারা কোনও ভালো রেকর্ড রাখেনি, যে আমাদের নির্বাচনে যেতে হবে। আগের নির্বাচনে বিশ্বাস করে গেছিলাম। তখন তারা রাতে ভোট করে নিয়েছে।’

চার দিনের নির্বাচন করার প্রস্তাব প্রসঙ্গে টুকু উল্লেখ করেন, ‘এটা বাংলাদেশে হবে না।’

এ সময় যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া