X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকারের অবহেলায় করোনা বাড়ছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৮:৩০আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:৩০

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রামণ আবারও বৃদ্ধি সরকারের অবহেলার কারণেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের আশু আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই যে করোনাভাইরাস চতুর্থবারের জন্য আবার সংক্রমিত হচ্ছে। এটা সরকারের অবহেলার কারণেই। আমাদের দেশের আগে চীনে নতুন করে এই ওয়েব সৃষ্টি হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ভ্রুক্ষেপ করা হয়নি, এটাকে কোনও রকমের পাত্তা দেওয়া হয়নি।’

‘আজকে দেশে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ আক্রান্ত হচ্ছেন, দেশবাসী আক্রান্ত হচ্ছেন। এখানেই সরকারের ব্যর্থতা এবং এখানেও তাদের অসাবধানতা।’

বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগের চিত্র বর্ণনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ প্রলয়ংকারী বন্যা সিলেট অঞ্চলে হয়েছে। এটা ১২২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। গতকাল থেকে আবার সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আসছে আমাদের উপরের দেশ থেকে। আমাদের দেশের ৫৪টা নদীর উজানে বাঁধ দেওয়া আছে।’

‌‘বর্ষাকালে যখন অতি বৃষ্টি হয়, তখন তাদের (ভারত) স্বার্থে একসঙ্গে সব গেট খুলে দেওয়া হয় এবং সব পানি বাংলাদেশে এসে পড়ে। যে সময়ে আমাদের পানির প্রয়োজন নেই, তখন আমাদের ভাসিয়ে দেওয়া হয়। আবার যখন প্রয়োজন তখন বাংলাদেশের নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ থাকে না, নদ-নদীগুলো মরা নদীতে পরিণত হয়। আমাদের কৃষি, জীব-বৈচিত্র্য চরমভাবে বিপর্যস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে যারা সরকারে আছেন, তারা জনগণের সরকার নয়, তারা জনগণের কথা চিন্তা করেন না, তারা শুধু নিজেদের স্বার্থ চিন্তা করেন। কীভাবে ক্ষমতায় থাকবেন সেই কৌশল করেন।’

‘বন্যা হচ্ছে-এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলার দরকার ছিল। কিন্তু তারা (সরকার) তা পারছেন না। কারণ এই সরকারের পররাষ্ট্র নীতি নতজানু। সে জন্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। আজকে সরকার ক্ষমতায় থাকার জন্য যাকে ইচ্ছা ছাড় দিচ্ছে, আর জাতীয় স্বার্থকে ক্ষুণ্ন করছে।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য রফিকুল আলম মজনুর সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব।

পরে খালেদা জিয়াসহ সব নেতার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা