X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রের আমূল পরিবর্তনে বিএনপি-জেএসডি ঐকমত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৯:৫৭আপডেট : ২৪ জুলাই ২০২২, ২০:২৮

ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন না করার বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। পাশাপাশি রাষ্ট্রের আমূল পরিবর্তনের লক্ষ্যেও দুই দল একসঙ্গে একজোট হয়ে কাজ করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।

রবিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেএসডি সভাপতি আসম রব এসব কথা উল্লেখ করেন। এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে আসম রবের বাসায় মতবিনিময়ে অংশ নেন বিএনপির নেতারা। দলের মহাসচিবের সঙ্গে মতবিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে জেএসডি সভাপতি বলেন, ‘২০১৮ সালে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। আমরা দলীয়ভাবে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছি। দেশে জনগণের মালিকানা নেই। ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের লড়াই শুরু করবো। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’

রব বলেন, ‘সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এবারের আন্দোলনের লক্ষ্য হবে—একইসঙ্গে স্বৈরাচারী সরকার পতনের। এই সরকারের অধীনে আমরা নির্বাচন করবো না। একইসঙ্গে সংবিধান সংস্কার করবো। আন্দোলনের প্রশ্নে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। মাঠে নামবো, জনগণ আমাদের সঙ্গে থাকবেন। আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে। আজকের দিনটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করছি।’

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণবিরোধী এই সরকারকে অবশ্যই চলে যেতে হবে, আমরা এ বিষয়ে একমত হয়েছি। আমরা একমত হয়েছি—জাতীয় ঐক্য সৃষ্টি করে সম্মিলিতভাবে আন্দোলন করে তাদের পতন ঘটাবো। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমরা একসঙ্গে একজোটেই কাজ করবো, যেন আমরা সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করবো।’

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, রব সাহেব যেটা বলেছেন—শুধু নির্বাচন নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে পারি। মানুষের সামনে যেন সত্যিকারভাবে, ১৯৭১ সালে স্বাধীনতার সময়ে যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা যৌথভাবে সেই কাজ একসঙ্গে করার চিন্তা করেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সামনের দিনেও একসঙ্গে কাজ করবো। আন্দোলনের মধ্য দিয়েই ঐক্য গড়ে উঠবে। আন্দোলনের মধ্য দিয়েই জনগণ বলে দেবেন—আন্দোলনের ধারা কী হবে, গতি কী হবে।’

১৪তম দল হিসেবে জেএসডির সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেছে বিএনপি। আগামী কয়েক দিনের মধ্যে গণ অধিকার পরিষদসহ আরও কয়েকটি ছোট দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে দলটির।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মতবিনিময়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব
সর্বত্র সিন্ডিকেট তৈরি করে ক্ষমতা টিকিয়ে রেখেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
‘ডামি সংসদ’ বাতিল করতে হবে: আ স ম রব
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা