X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানুষ এখন ভোট দিতে যায় না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৮:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:৫৬

আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্বাচন বিমুখ করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ এখন ভোট দিতে যায় না। ভোট দিয়ে কী হবে?  ভোটের তো দরকারই পড়ে না। যে কারণে মানুষ নির্বাচনমুখী নয়।

রবিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মির্জা ফখরুল বলেন,খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা তার কোনও ভিত্তিই নেই। যে টাকার জন্য মামলা সেটা সেখানেই আছে। অথচ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা গড়ে উঠে নাই।

সরকার জেনে শুনে দেশকে ধ্বংস করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সারের দাম আমাদের সময় তিনশ টাকায় বস্তা পাওয়া যেতো। কয়েকদিনে এটি ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৩শ টাকায় বস্তা কিনতে হবে। এখন ১৩শ টাকায় সার কিনে কৃষক ধান উৎপাদন করবে ফসল উৎপাদন করবে—তার মূল্যই সে পাবে না।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। কৃষক যে সেচ করবে সেটাই তো পারবে না। ফলে সে কৃষি কাজ থেকে দূরে সরে যাবে।

এসময় তিনি পেশাজীবীদের রাজনৈতিক সচেতন হতে বলেন কিন্তু একেবারে রাজনীতির সঙ্গে মিশে না যাবার আহ্বান জানান।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান ও ডা. মো. আবুল কালামের যৌথ পরিচালনায় সভায়ি বক্তব্য রাখেন ড্যাবের রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম প্রমুখ।

 

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!