X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নয়াপল্টন কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৬:২১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। গণসমাবেশের আগে গত বুধবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সেখানে ছিল ক্রাইম সিন ইউনিট। এরপর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল কার্যালয়টি। আজ রবিবার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর ইমরান সালেহ প্রিন্স এই মন্তব্য করেন।  

কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স

রবিবার দুপুর ১টার কিছু সময় পরে আইনজীবীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন প্রিন্স। এর আগে সেখানে জড়ো হন শতাধিক নেতাকর্মী। দেড়টার পরে সাংবাদিক, আইনজীবী ও দাফতরিক কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক। ছয়তলা ভবনের প্রতিটি তলায় রয়েছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অফিস। সেখানে সাংবাদিকদের সঙ্গে নিয়ে গিয়ে দেখান কী অবস্থায় আছে অফিসগুলো। অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেন দলের নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর রবিবারই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পান বিএনপির নেতাকর্মীরা

এরপর দুপুর ২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন ইমরান সালেহ প্রিন্স। এসময় তিনি অভিযোগ করে বলেন, সেদিন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আমাদের অফিসে অভিযানের নামে তাণ্ডব চালায়। এটা অমানবিক। এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর রবিবারই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পান বিএনপির নেতাকর্মীরা

এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের আরও বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের তাদের স্ব-স্ব কার্যালয়ের ক্ষয়ক্ষতি ও লুটপাটকৃত জিনিসপত্রের তালিকা করতে বলেছি। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর রবিবারই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পান বিএনপির নেতাকর্মীরা

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর রবিবারই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পান বিএনপির নেতাকর্মীরা

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর রবিবারই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পান বিএনপির নেতাকর্মীরা

ছবি: আব্দুল হামিদ ও সাজ্জাদ হোসেন।

/এএইচ/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া