বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘ছয় মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোনও সংস্কার।’
রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে দক্ষিণখান থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সংস্কারের কথা বলছেন, এখনও পর্যন্ত কোনও সংস্কার জাতির সামনে দৃশ্যমান নেই। কারণ এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদের রেখে আপনারা কীভাবে সংস্কারের কথা বলেন? আগে স্বৈরাচার নির্মূল করেন, অপসারণ করেন। এরপর পর্যায়ক্রমে সংস্কার করেন। এমনিতেই বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়ে যাবে।’
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আরও বলেন, ‘এখন পর্যন্ত আপনারা যারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের মাথায় কী ঘুরছে আমরা জানি না, বুঝতেছি না! কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের বুঝতে বেশি দিন সময় দেবে না যদি আপনারা ক্ষমতার মোহে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না।’
বাংলাদেশের জনগণ এ বছরের ভেতরেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনারা দ্রুত সময়ের ভেতরে একটা নির্বাচন দেন। সেই নির্বাচিত সরকার বাংলাদেশের সব অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে পরিপূর্ণ সংস্কার করবে।’
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখার মাধ্যমেই একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন ও এবিএমএ রাজ্জাক।
এরপর আমিনুল হক উত্তরা ও খিলক্ষেত এলাকার ৫টি স্পটে ইফতারসামগ্রী বিতরণ করেন।