X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১৭:১৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১৮:০১

জাপার ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জিএম কাদের জাতীয় পার্টি (জাপা)কে সফল দল হিসেবে  তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ  (জিএম) কাদের। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের অভিমতের ভিত্তিতে আগামী দিনে জাতীয় পার্টি চলবে। দলে নেতৃত্ব নির্বাচন ও কর্মসূচি প্রণয়নে তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’ সোমবার (২৪ জুন) রাজধানী ঢাকার মতিঝিলের একটি মিলনায়তনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।  

জিএম কাদের বলেন,  ‘জাপা ২৯ বছর ক্ষমতার বাইরে। অনেক ষড়যন্ত্র ও প্রতিকূল অবস্থা মোকাবিলা করে জাপা একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পেরেছে। দল এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সম্ভাবনাময় একটি রাজনৈতিক দলে হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ জন্যই জাতীয় পার্টি আটটি বিভাগের নেতা-কর্মীদের অভিমত ও পরামর্শ শুনতে বিভাগীয় সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। নেতা-কর্মীরা যেন মনে করেন জাতীয় পার্টিতে তাদের মালিকানা আছে। শুধু কর্মসূচি বাস্তবায়ন করলেই হবে না।’

সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি। নির্বাচন শেষ, নির্বাচনি জোটও শেষ।’ তিনি বলেন,  ‘আজ বগুড়ায় নির্বাচন হচ্ছে, জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন আর কোনও জোট নেই। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো। আর সেজন্যই দলকে আরও শক্তিশালী করতে আট বিভাগের নেতাদের অভিমত নিতেই এই আয়োজন।’  যারা দলকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন, তাদের বাদ দিয়ে জাতীয় পার্টিকে ঢেলে সাজানো হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা, মহানগর, উপজেলা ও পৌর কমিটির নেতারা বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সৈয়দ আবু হোসন বাবলা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবদুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীরজাদা শফিউল্লা আল মুনির, রেজাউল ইসলাম ভূইয়া, মো. আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ড. নুরুল আজহার শামীম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জাহির, দেওয়ান আলীম, নুরুল ইসলাম নুরু, সরদার শাহজাহান, আমানত হোসেন আমানত, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, নিগার সুলতানা রানী প্রমুখ।

 

/এসটিএস/এমএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা