X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এরশাদের সই জালিয়াতির অভিযোগ, জি এম কাদেরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ২০:৪২আপডেট : ১৪ জুন ২০২২, ২০:৪২

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই জালিয়াতি করে জি এম কাদের নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার ঘটনায় করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ আদেশ দেন। আদালতে বাদীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সোহেল রানা।

এর আগে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য কাজী মনির হোসেন রুবেল জি এম কাদেরের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচে  চিকিৎসাধীন থাকাকালে জি এম কাদের সকল নেতাদের চোখ ফাঁকি দিয়ে জাতীয় পার্টির একটি প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদের সই নকল করেন। সই জালিয়াতির মাধ্যমে জি এম কাদের নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার চেষ্টা চালান।

এই মামলায় গাজীপুর জেলার অতিরিক্ত সহকারী  জজ আদালত গত ১৮ মে জি এম কাদেরসহ অন্যান্যদের বিরুদ্ধে সমন জারি করেন। জি এম কাদের ছাড়াও দলের কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক , জি এম কাদের ঘোষিত গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার সচিবের প্রতি সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মামলাটি তদন্তের নির্দেশ দিলেন গাজীপুরের আদালত।

প্রসঙ্গত, একই ঘটনায় ঢাকার ২য় সিনিয়র সহকারী জজ আদালতে জাপার দফতর সম্পাদক নাফিজ মাহবুব আরেকটি দেওয়ানি মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি মামলার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। এ মামলায় জি এম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়।

পাশাপাশি সাক্ষর জালিয়াতির ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট মামলাও দায়ের করা হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ