X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টিকে কোনও ‘আশ্বাস দেননি’ স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২০:৪৪আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২১:১৯

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধী দলীয় নেতার স্বীকৃতি দিতে দলটির চিঠির বিষয়ে সিদ্ধান্ত সংসদকে অবহিত করা হবে। এদিকে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে জাতীয় পার্টি সংসদে যোগ দিয়েছে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা হলে জাতীয় পার্টি সংসদ বর্জন করবে। এই ঘোষণার পরদিন সোমবার (৩১ অক্টোবর) দুপুরে স্পিকারের আশ্বাস পেয়েছে— এমন উল্লেখ করে সংসদে যোগ দিবে বলে জানায় দলটি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টিকে `আশ্বাস দেওয়া' হয়েছে এমন তথ্য স্পিকারের দফতর গণমাধ্যমকে নিশ্চিত করেনি। তারা জানিয়েছেন, স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা অধিবেশনে জানানো হবে।

সংসদের কার্যপ্রণালী বিধিতে বিরোধী দলীয় নেতার সংজ্ঞায় বলা হয়েছে— স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতে দল বা অধিসঙ্গের নেতা।

এদিকে, সোমবার সংসদের বৈঠকে বিএনপির হারুনুর রশীদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় পার্টি সিদ্ধান্ত পরিবর্তন করে সংসদের বৈঠকে যোগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

বিরোধী দল জাতীয় পার্টি নিয়ে হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি খবরের কাগজে দেখেছেন বিরোধী দল আসবে না। আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনিও বিরোধী দল কন্ট্রোল করেন না। আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। বিরোধী দল গতকাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে-এই সিদ্ধান্ত তো এমন নয় যে পাল্টানো যাবে না। তারা আবার আলাপ-আলোচনা করে পরিবর্তন করতে পারে। উনারাও (জাতীয় পার্টি) উনার বা বিএনপির অঙুলি হেলনে চলে না। সেই কারণেই আজকে উনাদের গাত্রদাহ হয়ে গেছে—যে এখানে তারা কোনও সমস্যা সৃষ্টি করতে পারেননি। বিরোধী দলক ধন্যবাদ জানাবো যে—দেশকে আগে প্রাধান্য দিয়েছে। তারা নিজেদের বা দলকে প্রাধান্য দেননি। উনারা দেশের সেবা করেছেন এজন্য অভিনন্দন জানাই। উনাদের (বিএনপির) অসুবিধা হয়ে গেছে বলেই বিরোধী দলের গালিগুলো আমাকে দিয়ে দিলেন। বিষয়টি হলো গালি দিতে হবে। 

সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আজ এক নির্দেশনায় জাতীয় পার্টির সকল সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

কবে নাগাদ গেজেট প্রকাশের আশ্বাস পাওয়া গেছে- জানতে চাইলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান অধিবেশনে গেছেন। হয়তো স্পিকারের সঙ্গে জাপা চেয়ারম্যানের কথা হয়েছে। আমি জানি না বিস্তারিত। ঢাকা ফিরেই সংসদে গেলে জানতে পারবো।

কী আশ্বাস মিলেছে স্পিকারের কাছে— জানতে জাপা চেয়ারম্যানকে ফোন করলেও সাড়া মেলেনি।

সোমবার দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, শামীম হায়দার পাটোয়ারী, নাসরিন জাহান রতনা, লিয়াকত হোসেন খোকা, সালমা ইসলাম, শেরিফা কাদেরসহ বেশিরভাগ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। মসিউর রহমান রাঙাও উপস্থিত ছিলেন। ঢাকায় না থাকায় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু অধিবেশনে উপস্থিত ছিলেন না।

এর আগে রবিবার রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি থেকে বলা হয়েছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা সংসদ অধিবেশন বর্জন করবেন।

আরও পড়ুন:

স্পিকারের আশ্বাসে সংসদে যাচ্ছে জাতীয় পার্টি

বিরোধী দলীয় নেতা: স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় জাপা

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ কোটি টাকার মানহানির অভিযোগজিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
কূটনীতিকদের সম্মানে জাপার ইফতারজরুরিভিত্তিতে সব সংকটের সমাধান প্রয়োজন: জিএম কাদের
নিত্যপণ্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ: জিএম কাদের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!