X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সমাবেশের অনুমতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:০৭

 

ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি তো সরকার দেবে না, পুলিশ দেবে। বিএনপিকে অনুমতির জন্য অপেক্ষা করতে বলুন। তারা দেখুক- পুলিশ কী বলে।

বুধবার (৮ নভেম্বর) জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগও তার কর্মসূচির স্থান পরিবর্তন করেছে বলে এ সময় তিনি উল্লেখ করেন।

পুলিশের অনুমতি না পেয়ে নিজেদের অনুষ্ঠানে পরিবর্তন আনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু আইনশৃঙ্খলার কারণে আমাদের অনুষ্ঠান সেখানে করতে দেওয়া হয়নি। তাই আমরা শিফট করে জাদুঘরে করলাম।’

তিনি বলেন, ‘আমাদের ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের কর্মসূচি রয়েছে। সেজন্য অনুমতি চেয়েছি। এখনও পাইনি। আমরাও অপেক্ষা করছি।’

বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে  তিনি বলেন, ‘উনি সমাবেশের অনুমতির সঙ্গে গণতন্ত্রকে মেলাচ্ছেন কেন? অনুমতি যদি পান তাহলে কী হবে? আপনারা কি সরকারকে আগেই শর্ত দিচ্ছেন?’

বিএনপিকে জিয়ার মাজারে যেতে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপিকে জিয়ার মাজারে যাওয়ার বাধা দেওয়া হয়নি। তাদের অনুমতি দেওয়া হয়েছিল। তবে, সিপিএ সম্মেলনের কারণে কর্মসূচিতে তাদের  শৃঙ্খলার মধ্যে থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে বাধার অভিযোগ তুলেছে।’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপি যখন ক্ষমতায় তখন আমাদের অনেক প্রোগ্রামের অনুমতি দেওয়া হয়নি। দিলেও বাধা দিয়ে পণ্ড করা হয়েছে।’

অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তিনি উজ্জ্বল হয়ে ফিরে এসেছেন।’

জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক ছিলেন একজন। ঘোষণা পাঠ করেছেন অনেকজন। কিন্তু ঘোষণা পাঠককে ঘোষকের সমান করার অপচেষ্টা হয়েছিল। তার (ঘোষকের) নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি সমহিমায় সমধিক থেকে জেগে উঠেছেন।’

টুঙ্গিপাড়া সব বাঙালির তীর্থস্থান উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতার  ভাষণটি এতদিন বাঙালির ছিল, কিন্তু আজ তা সারাবিশ্বের। আর বিশ্বের সব নেতার আলোচিত ভাষণগুলো ছিল লিখিত। কিন্তু এই ভাষণটি ছিল অলিখিত- তার হৃদয় থেকে আসা।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে আট দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় জাদুঘরে এই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 আরও পড়ুন:  মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র