X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এরশাদের নেতৃত্ব এখনও জরুরি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

এরশাদের রোগ মুক্তি কামনায় মাহফিল ও দোয়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ এবং জাতির জন্য হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব এখনও অপরিহার্য। তিনি বলেন, ‘তার দক্ষতা এবং বিরোচিত নেতৃত্ব দেশের হতদরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এখনও খুবই জরুরি।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে আলোকিত ভবিষ্যৎ। তাই দলকে আরও শক্তিশালী করতে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বের বিকল্প নেই।’

হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন নেতার জন্য কোটি কোটি মানুষের কান্নার রোল, এটা নজিরবিহীন। একজন নেতার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া।’ তিনি বলেন, ‘এত মানুষের ফরিয়াদ আল্লাহ অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’   

স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎবিল মওকুফ করেছিলেন। জুমা’র নামাজের জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। তার নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে আজান চালু হয়েছিল।’

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন— সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, এসএম ফয়সল চিশতী, আতিকুর রহমান আতিক, লে. জে. (অব) মাসউদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া