X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিজিবি কার স্বার্থ রক্ষা করছে, প্রশ্ন মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

মির্জা ফখরুল (ফাইল ছবি) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চার গ্রামবাসী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, বিজিবি কার স্বার্থ রক্ষা করছে।


মির্জা ফখরুল চিকিৎসার কাজে দেশের বাইরে আছেন বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘কোনও মানুষকেই বিচারবহির্ভূতভাবে হত্যা করা আইনসম্মত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র থাকলেই তা ত্বরিত প্রয়োগ করা সুশাসনের লক্ষণ হতে পারে না, বরং তা বেপরোয়া ও বেআইনি কর্মকাণ্ডেরই অংশ। সুদীর্ঘ সময় ধরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে আসছে।’
তিনি বলেন, ‘এর সঙ্গে দেশের বিজিবিও যদি যুক্ত হয়, তাহলে সীমান্তবর্তী মানুষজনের জীবনের আর কোনও নিরাপত্তা রইল না। এখন জনগণ প্রশ্ন করছে, বিজিবি কার স্বার্থ রক্ষা করছে? এরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে জঙ্গলের রাজত্ব স্থায়ী আসন লাভ করবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গণসম্মতিহীন সরকার প্রতিষ্ঠিত থাকলেই কেবল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বেআইনি কর্মকাণ্ড চালাতে উৎসাহী হয়। কারণ, তাদের কোনও জবাবদিহি করতে হয় না। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহা ভোট-ডাকাতির মহা আয়োজন অনুষ্ঠিত করার জন্যই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ কাজে অনীহা প্রকাশ করতে দেখা যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গুম-খুন-অপহরণ-নারী-শিশু নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়েই সামাজিক অপরাধীরা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে বলেই রক্তঝরার পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই অরাজক পরিস্থিতি চলতে পারে না। অত্যাচারিত জনগণের পুঞ্জিভূত ক্ষোভ যেকোনও মুহূর্তে বিস্ফোরিত হবে। দেশের মানুষ সব ভয়ভীতি অতিক্রম করে দুঃশাসন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেই।’

/এসটিএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের