X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ওবায়দুল কাদেরকে দেখতে নেতাকর্মীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ০৮:০০আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৪:২৬

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি আছেন। প্রিয়নেতার অসুস্থতার খবরে এখানে ছুটে এসেছেন দলীয় সহকর্মীরা। রবিবার (৩ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত তার খবর শোনার জন্য বিএসএমএমইউতে অবস্থান করেন তারা। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এদিকে, ভিআইপি রোগী হওয়ায় নিরাপত্তাজনিত কারণে অন্য রোগীর স্বজনরা চলাচলে ভোগান্তিতে পড়েন।

আওয়ামী লীগের উপকমিটির সদস্য সোহেল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নেতা, কাদের ভাই আওয়ামী লীগের একজন অবিসংবাদিত নেতা। তার দক্ষ নির্দেশনায় আজ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশ্বাস করেন বলেই সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, কাদের ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি আমাদের নোয়াখালী জেলার কৃতী সন্তান। তিনি সব সময় মানুষের পাশে থাকেন। তার জন্য আমরা হাজার হাজার নেতাকর্মী দোয়া করছি। আমরা চোখের পানি ধরে রাখতে পারছি না।’

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ কল্যাণ উপ-কমিটির সদস্য আকলিমা খাতুন (আঁখি) কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কাদের ভাইয়ের স্নেহের ছোটবোন। তিনি  মাত্র কয়েকদিন আগেই নোয়াখালীতে যান তখন আমার সঙ্গে সবশেষ কথা হয়েছে। রবিবার একটা প্রকল্পের কাজের ব্যাপারে আমাকে ফোন করার কথা ছিল।’

রবিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে একে একে অনেকেই আসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য মোহাম্মদ নাসিম ও তোফায়েল আহমেদসহ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অনেকেই তাকে দেখতে আসেন। এ সময় বিএসএমএমইউতে অনেক ভিড় সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আলাদা আনসার নিয়োগ দেয়। 
ভিড়ের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বিএসএমএমইউ’এর কার্ডিওলজি বিভাগে ভর্তি থাকা রোগীদের স্বজনরা। এক রোগীর ছেলে মো. লোকমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মাকে সকালে খাবার দিয়ে বের হয়েছি। এরপর আর একবারও ভিতরে যেতে দিচ্ছে না। মায়ের অবস্থা এখন কেমন সেটাই বুঝতে পারছি না।’

আরেক রোগীর আত্মীয় মো. সুলাইমান হোসেন বলেন, ‘আমার দুজন রোগী ভর্তি আছে। একজনকে এনজিওগ্রাম করতে ঢোকানো হয়েছে। এরপর সেই রোগীর যে কী হয়েছে তার আর কোনও খবর নেই। আর একজন রোগী বেডে ভর্তি আছে। তার ব্যাপারেও কোন খোঁজ পাচ্ছি না।’

এদিকে, বিএসএমএমইউ’এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের কাছে দোয়া চান। তিনি হাসপাতালে ভিড় না করে নিজ নিজ বাসায় থেকে তার জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, ‘কার্ডিয়াক ইউনিটে সব হার্টের রোগী। এত মানুষ তাকে দেখতে আসায় অন্যরোগীদেরও অনেক অসুবিধা হচ্ছে। এই সব রোগীদের নিরিবিলি সেবা করার সুযোগ করে দিতে হবে। প্রধানমন্ত্রীও কাউকে ভিতরে না যেতে নির্দেশ দিয়েছেন। শত শত লোক ডি-ব্লকের নিচতলায় এবং দোতলায় হুমড়ি খেয়ে পড়ছে। এতে আমাদের অন্যান্য রোগীদের চিকিৎসার ক্ষতি হচ্ছে।’

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দিবাগত রাত রাত ৩টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে রবিবার সকাল ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে তিনটি ব্লক পাওয়া গেছে। এনজিওগ্রাম করে চিকিৎসকরা তাকে একটি রিং পরিয়েছেন। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

/টিওয়াই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!