X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দরকষাকষির ঐতিহ্য বিএনপির নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৩:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১৪

অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দরকষাকষি ও দেনদরবারের ঐতিহ্য আওয়ামী লীগের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দরকষাকষির ঐতিহ্য বিএনপির নেই।’ মঙ্গলবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা বলেছেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে দরকষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেক নেতা বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে জানা যাবে বিএনপি থাকবে, নাকি থাকবে না। তাদের উদ্দেশে আমি বলতে চাই, তিনি আপসহীন নেত্রী হিসেবেই জনগণের কাছে প্রতিষ্ঠিত। তিনি কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি, স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করেননি। দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী লীগ নেতারা নিজেরাই জানেন, আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন।’

রিজভীর দাবি, ‘এরশাদের নির্বাচনে যে যাবে সে জাতীয় বেইমান হবে বলেও আওয়ামী লীগের নেত্রী দরকষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অসাংবিধানিক ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সঙ্গে দরকষাকষি করে ক্ষমতায় এসেছিলেন সেটি নিশ্চয়ই তারা ভুলে যাননি।’

রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্দোষ খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এটা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। খালেদা জিয়া আইনের কারাগারে নয়, প্রতিহিংসার কারাগারে বন্দি।’

দেশ থেকে আইনের শাসনকে সমাহিত করে পুলিশি শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘ভিন্নমত প্রকাশে স্বাধীনতার শক্তির আশা-ভরসার প্রতীক খালেদা জিয়াকে আটকে রেখে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। বর্তমান সমাজে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে তা ইতিহাসে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে।’

রিজভী বলেন, স্কুল কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গার্মেন্ট শ্রমিক, বাসের যাত্রী, গৃহবধূ কেউ এখন নিরাপদ নন। বর্তমানে সামাজিক ভায়োলেন্স এত তীব্র হয়েছে যে, বাংলাদেশ থেকে ‘সোশ্যাল ফেব্রিক’ ভেঙে গেছে। রাজনীতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্বাসনে। মানুষের সহায়-সম্পত্তি দখলের ধারাবাহিকতায় নারীদেরও দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এর জন্য দায়ী ‘মিডনাইট’ সরকার।’
খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় জোর করে বন্দি রেখে বিনা চিকিৎসায় প্রাণনাশের চেষ্টা চলছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তাকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে রাখা হলেও উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জামিনে প্রতিবন্ধকতা করা চলবে না। তিনি মুক্তি পেয়ে নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেবেন।’
সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট কেন্দ্রীয় কারাগারে বর্তমানে খুব অসুস্থ অবস্থায় রয়েছেন বলেও জানান রিজভী। তিনি বলেন, ‘তাকে কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও যথাযথ চিকিৎসা না দিয়ে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়। যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর শারীরিক অবস্থারও চরম অবনতি হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার উদ্যোগ নেননি। তার ওজন ২৫ কেজি কমে গেছে।’

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে রিজভী বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে দুই মসজিদে হামলা, শ্রীলঙ্কায় গির্জায়, পুত্তালুম জেলায় মসজিদে হামলা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত কাজ। এ ধরনের ঘটনা বিশ্বভ্রাতৃত্ব ও শান্তির অন্তরায়। এসব কাজ কোনোভাবেই কাম্য হতে পারে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস