X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শপথ না নেওয়ার ওয়াদা করলেন বিএনপির নির্বাচিত ২ জন

আদিত্য রিমন
২৮ এপ্রিল ২০১৯, ২৩:০০আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০২:২১





উকিল আবদুস সাত্তার ভুঁইয়া ও হারুনুর রশিদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ভুঁইয়া এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশিদকে নিয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় এ বৈঠক শুরু হয়; শেষ হয় রাত নয়টার পর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুজনই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে ওয়াদা করেছেন। বৈঠকসূত্রে এ তথ্য জানা গেছে।
তবে এ বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত আমিনুল ইসলাম এবং বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন অংশ নিয়েছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলও একাদশ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মোট ছয়জন নির্বাচিত হন। তাদের মধ্যে ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিজয়ী জাহিদুর রহমান জাহিদ গত শুক্রবার দলীয় নির্দেশ অমান্য করে শপথ নেওয়ায় বাকিদের শপথ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির নির্বাচিতদের ওপর শপথ নিতে সরকারের চাপ রয়েছে।’ তার এই কথার সঙ্গে আমি একমত। সরকারের পক্ষ থেকে চাপ অব্যাহত আছে। তবে তারা শপথ নিলেও এই সংসদের বৈধতা পাবে না মানুষের কাছে এবং বিশ্বের কাছে।” ভোট ডাকাতির নির্বাচনের সংসদ কখনও বৈধ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির একজন সদস্য জানান, নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও হারুনুর রশিদ শপথ নেবেন না বলে স্থায়ী কমিটির নেতাদের কথা দিয়েছেন।
শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোয়া করবেন। খুব বিপদে আছি।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিজয়ী হারুনুর রশীদ বলেন, ‘আমি কিছু জানি না, দলকে (বিএনপি) জিজ্ঞাসা করেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, ‘যারা এমপি হওয়ার লোভ সামলাতে পারবেন দল তাদের মূল্যায়ন করবে। সময়মতো তার প্রতিদানও পাবেন।’
ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিজয়ী জাহিদুর রহমান জাহিদ গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শপথ নেওয়ার পর বিএনপির নেতারা সন্দেহ করছেন, আগামীকাল সোমবার আরও দুইজন শপথ নিতে সংসদে হাজির হতে পারেন। তাদের মধ্যে আমিনুল ইসলামের নাম উল্লেখযোগ্য।
তবে চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে নির্বাচিত আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এখনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শারুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটির নেতারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা নির্বাচিত সব এমপি মেনে নেবেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেওয়ার বিষয়টি প্রায় পরিষ্কার। আর শপথ নেওয়ায় জাহিদকে গতকাল স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ (বহিষ্কৃত)।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র