X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তারেক রহমানের সরাসরি নেতৃত্বে বিএনপি চলছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৭ মে ২০১৯, ১৯:৪৮





ড. খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি) দলের কারাবন্দি চেয়ারপারসনের ইশারায় বিএনপি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন করেন। পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার ইশারায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে দল চলছে। একইসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের যৌথ সিদ্ধান্তে দল পরিচালিত হচ্ছে।’ শুক্রবার (১৭ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘যাদের জনসমর্থন নেই, তারাই ভয় পাচ্ছে। তারাই বিএনপি সম্পর্কে নানা ধরনের কথা বলছে। এতে কোনও বিভ্রান্তির অবকাশ নেই।’

বিএনপির জনসমর্থন বেড়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘আমি বলতে চাই, বিএনপির প্রতি জনগণের যে সমর্থন ছিল, তার থেকে এই সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার ও নির্যাতনের কারণে এখন আরও বাড়ছে।’

বিএনপি সংগঠিত হওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছে বলে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, ‘বিএনপির পুনরায় সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে এবং খালেদা জিয়াকে মুক্ত করেই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে।’

গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার আজ যেভাবে দেশ চালাচ্ছে, এটা একটা অত্যন্ত সংকটময় অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। যেহেতু তাদের নৈতিক অধিকার নেই দেশ পরিচালনার, সেজন্য তারা সবকিছুতেই অস্বাভাবিক। সরকার অস্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত। তাদের সব কাজও অস্বাভাবিক।’

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা