X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এই বাজেটে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ২২:৪৫আপডেট : ১৩ জুন ২০১৯, ২৩:১৭

আওয়ামী লীগ

এবারের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, নির্বাচনি ইশতেহারে দেশকে উন্নত করার যে রোডম্যাপ ও পরিকল্পনা দিয়েছে আওয়ামী লীগ, তারই আলোকে এ বাজেট দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ। পাবে উন্নয়নশীল দেশের পরিপূর্ণ মর্যাদাও। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তারা এমন আশা প্রকাশ করেন।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মূলত নির্বাচনি ইশতেহারে জনগণকে আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এই জনবান্ধব বাজেট বাংলাদেশকে উন্নয়নশীল দেশের শিখরে নিয়ে যাবে। এর ফলে দেশে কৃষক-শ্রমিক থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে।’

প্রস্তাবিত বাজেটকে মেহনতি মানুষের বাজেট বলে অভিহিত করেন ক্ষমতাসীন দলটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, ‘এ বাজেট গণমানুষের। স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব খাতের উন্নয়নমুখী কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এ বাজেট।’

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে দলটির আরেক সাংগঠনিক সম্পাদক ও নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এতে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি নিহিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন শাসক দল আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নযোগ্য। দেশের সর্ববৃহৎ এ বাজেট উন্নয়ন ত্বরান্বিত করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও পরিচালনায় সমৃদ্ধ বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!