X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাজেটে বিত্তবানদের স্বার্থ রক্ষা হয়েছে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৪:৩৬আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:২৭

বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটে বিত্তবানদের স্বার্থরক্ষা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গরিবের বাজেট চাই শীর্ষক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হলে দেশবাসী এটাকে সরকারের অনেক খারাপ কাজের মাঝে একটা ভালো কাজ হিসেবে মনে করবে। অন্যদিকে যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটে বিত্তবানদের স্বার্থরক্ষা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই নেই। আন্দোলন ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়।’

সরকারের আপত্তির কারণেই আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি উল্লেখ করে দুদু বলেন, ‘‘বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন না, এটা আরেকবার প্রমাণ হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (১৬ জুন) বলেছেন— ‘খালেদা জিয়াকে যদি কোর্ট জামিন দেন, তাহলে সরকারের আপত্তি থাকবে না।’ তাহলে ধরে নেওয়া যায়, এতদিন সরকারের আপত্তির কারণেই আদালত তাকে জামিন দেয়নি। সরকার যদি খালেদা জিয়ার মুক্তি ও জামিনের পথে বাধা না হয়, তাহলে তিনি মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি।’’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘এই যে বাজেট দেওয়া হয়েছে, এ বাজেট পুরোটাই বড়লোকের, সাধারণ মানু‌ষের না। কিছু দিন আগেও কৃষক ধানক্ষেতে আগুন দিয়েছেন ধানের দাম না পাওয়ার কারণে। ধান উৎপাদনে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন কৃষক। অথচ এই বাজেটে কৃষ‌কের জন্য কোনও ছাড় দেওয়া হয়নি। ছাড় দেওয়া হয়েছে বেশি যারা ব্যাংক লুট করেছেন, শেয়ারবাজার লুট করেছেন তাদের। দেশের জনগণকে বাঁচিয়ে রেখেছেন যে কৃষক-শ্রমিক, তাদের নিয়ে বাজেটে কোনও সুনির্দিষ্ট কথা নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ বক্তব্য দেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল