X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হত্যা-ধর্ষণ বন্ধে রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান মোশাররফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৬:৩০আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:৪৭

মতবিনিয়ম সভায় বক্তব্য দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন গুম, খুন, হত্যা ও ধর্ষণের মহামারি থেকে রক্ষা পেতে রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যদিও আওয়ামী লীগের। তারপরও গুম, খুন, হত্যা, ধর্ষণ বন্ধে নিরপেক্ষ একটি জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারেন। তবে এটি থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন, সেটা হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘গুম হত্যা ধর্ষণের মহামারির কবলে বাংলাদেশ, আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘গুম, খুন, হত্যা, ধর্ষণের মহামারি থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ এই সরকার অস্বাভাবিক। তারা অস্বাভাবিকভাবে দেশ পরিচালনা করছে। অস্বাভাবিক কিছু বেশি দিন টিকে থাকতে পারে না। অগণতান্ত্রিক এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

মানুষকে অবহেলা করে দেশ চালান না সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, ‘আমি মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। যা ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? অথচ সংবিধান আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে। প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের অধিকার যে আপনি লুট করে নিয়ে গেলেন, এখানে কি আপনি মানুষকে অবহেলা করেননি? তাদের কষ্ট দেননি?’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘হাইকোর্ট থেকে গত কয়েকদিন আগে একটি মন্তব্য এসেছে, কিছু কিছু ওসি- ডিসিরা নিজেদের রাজা-বাদশা মনে করেন, এরা কারা? এরা সরকারের মদদপুষ্ট সুবিধাভোগী ব্যক্তি।’

মতবিনিময় সভায় আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু, সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন