X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ২০:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:০৭

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ৩৭০ ও ৩৫ ধারা বিলোপ হঠকারী ও নতুন করে কাশ্মিরি জনগণের ওপর প্রতিরোধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার শামিল।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

কাশ্মির সংকটের সামরিক সমাধান নেই উল্লেখ করে সাইফুল হক বলেন, সংকট সমাধান করতে হবে রাজনৈতিকভাবে।

তিনি আরও বলেন, ভারতীয় লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও লোকসভাকে পুরোপুরি এড়িয়ে চোরাগোপ্তা কায়দায় যেভাবে জম্মু-কাশ্মিরের মুক্তিকামী জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হল তা উগ্র হিন্দুত্ববাদী ও উগ্র জাতীয়তাবাদী চরম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী পদক্ষেপেরই বহিঃপ্রকাশ। এই অধ্যাদেশের মধ্য দিয়ে মোদি সরকার ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মিরের সংযুক্তির সাংবিধানিক ও ঐতিহাসিক সেতুবন্ধনকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছে।

কাশ্মিরের ভারতভুক্তির চুক্তিগুলো বিলুপ্ত হলে এগুলোর বৈধতা থাকবে না উল্লেখ করে সাইফুল হক বলেন, ৩৭০ ধারা বিলুপ্তির অর্থ কাশ্মিরের ভারতভুক্তির চুক্তিরও বিলোপ সাধন। এই অবস্থায় ওই এলাকার জনগণ নিজেদের আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য ভারত, পাকিস্তান, চীনের রাজনৈতিক ও সামরিক খবরদারির বাইরে কী পথ বেছে নেবে একান্তভাবে তা কাশ্মিরের জনগণকেই নির্ধারণ করতে হবে।

আত্ম নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কাশ্মিরের জনগণের প্রতি উপমহাদেশের শান্তিকামী জনগণসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত থাকবে এটাই প্রত্যাশিত বলেও মনে করেন সাইফুল হক। মোদি সরকারের এই পদক্ষেপকে চূড়ান্ত ‘হঠকারী’ ও ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, এই পদক্ষেপ ভারতের জনগণের জন্যেও আত্মঘাতী। 

মোদি সরকার বাতিল করা চুক্তিগুলো পুনঃস্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন এই বাম নেতা।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না