X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ১১০টি মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৬:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:১১

ছাত্রদল

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ‍উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। দুদিনব্যাপী ফরম বিক্রি শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ১১০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। রবিবার (১৮ আগস্ট) নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শেষে এ তথ্য জানিয়েছেন বিদায়ী কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আব্দুস সাত্তার।

বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ‘ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন ১১০ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

ছাত্রদলের মনোনয়ন ফরমের দাম ছিল মাত্র ১০০ টাকা।

এদিকে, বিএনপি কার্যালয়ে গিয়ে দেখা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সেখানে কিছুটা উৎসবের আমেজ বিরাজ করছে।

এর আগে রবিবার (১৮ আগস্ট) বেলা সা‌ড়ে ১১টা থেকে ম‌নোনয়নপত্র বিতরণ শুরু হয়।

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলছেন একজন প্রার্থী

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রাহীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে মনোনয়ন সংগ্রহ করছেন। কেউ কেউ আবার মনোনয়ন ফরম সংগ্রহের আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতও করে আসেন।

পুনঃতফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হবে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।

পুনঃতফসিল অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। ২২ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

শেষ দিনে সভাপ‌তি প‌দে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রেন কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপ‌তি সাজিদ হাসান বাবু প্রমুখ। অন্যদিকে সাধারণ সম্পাদক প‌দে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সাংগঠ‌নিক সম্পাদক আবু তা‌হের, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, ইকবাল হোসেন শ্যামল, রিজভী আহমেদ ও রিয়াদ মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ-বেসরকারি বিষয়ক সম্পাদক ডালিয়া রহমান প্রমুখ। 

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা