X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জনগণের সংসদ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ২০:২৫আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২০:৫৩





জনগণের সংসদ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের সংসদ ছাড়া আপনারা কোনও দিন রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবেন না। অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন এবং নিরপেক্ষ নতুন নির্বাচন দিয়ে জনগণের সংসদ প্রতিষ্ঠা করুন।’

শনিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ভাসানী অনুসারী পরিষদ এ সভার আয়োজন করে।
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। এই নির্বাচন দেশের মানুষ মানে না। একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। জনগণের সংসদ প্রতিষ্ঠা করুন। জনগণের সংসদ ছাড়া আপনারা কোনও দিন রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবেন না।’
তিনি বলেন, ‘আমরা বলছি আপনাদের (আওয়ামী লীগ সরকার) পক্ষে, আপনাদের হাতকে শক্তিশালী করতে, যাতে রোহিঙ্গা সংকট সমাধান করতে পারেন। আমরা পরিষ্কার করে বলেছি, এ ব্যাপারে একটা জাতীয় কনভেনশন ডাকা হোক। রোহিঙ্গা ইস্যুতে যে আমরা একমত, সেটা প্রকাশ করা হোক।’
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা কখনও জাতীয় ঐক্যকে বিশ্বাস করে না। তাদের চিন্তা, তারা একাই এই সমস্যার সমাধান করতে পারবেন।’
দেশে এখন সংকটময় মুহূর্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের ইতিহাসে এতবড় সংকট আর কখনও এসেছিল বলে আমার মনে হয় না। ’৭১ সালে যুদ্ধ করে রক্ত দিয়ে যেসব অর্জন করেছিলাম, তা সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন ক্ষমতাসীনরা গণতন্ত্রের যে কথা বলেন, একেবারেই মিথ্যা কথা বলেন।’ জনগণের সঙ্গে তাদের কোনও সম্পর্কই নেই বলে দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি