X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সরকারপ্রধানসহ নেতারা আবোল-তাবোল বক্তব্য রাখছেন: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

 

সরকারপ্রধানসহ নেতারা আবোল-তাবোল বক্তব্য রাখছেন: খন্দকার মোশাররফ আওয়ামী লীগ সরকারের প্রধানসহ দলীয় নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘নিজেদের বিভিন্ন অকর্মের দোষ ধামাচাপা দিতে সরকার প্রধানসহ দলের নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য রাখছেন।’

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যালিটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।   

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনও কারণ ছাড়াই গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সংসদে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমান নাকি অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু ১৯৭৮ সালের জুন মাসে সাধারণ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন।’

তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগের মতো ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখ রাতে ডাকাতি করে নয়, তিনি (জিয়া) এদেশের জনগণের ভোটের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।’

যারা জিয়াউর রহমানকে অবৈধ বলেন তাদের মনে দুর্বলতা রয়েছে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই সরকার অনির্বাচিত। রাতের অন্ধকারের ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে। তারা অবৈধ। তাই নিজেদের দোষ অন্যের ওপরে চাপানোর চেষ্টা করছে। তারা যে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে সেটিকে ধামাচাপা দিতে চায়। নিজেদের দোষ অন্যের ওপর চাপানো কাজটি আওয়ামী লীগ সবসময়ই করে।’

খালেদা জিয়া মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে বন্দি আছেন দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এ ধরনের মামলায় যদি কেউ সাজাপ্রাপ্ত হয়েও থাকে, হাইকোর্ট থেকে ৭ দিনের মধ্যে জামিনে মুক্তি পান। কিন্তু খালেদা জিয়া দেড় বছরের ওপরে এ ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্যাতিত হচ্ছে।’ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে মন্তব্য করে তিনি মহিলা দলের নেতাকর্মীদের এ ব্যাপারে প্রতিজ্ঞা করার পরামর্শ দেন।

র‌্যালিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী