X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে চেনা যাচ্ছে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩১

রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, তাকে এখন আর চেনা যাচ্ছে না বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘২০ দিন পর গত শুক্রবার দেশনেত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তার স্বজনরা। তাদের মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, তাকে এখন আর চেনা যাচ্ছে না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সম্পূর্ণ নিরাপরাধ খালেদা জিয়ার কারাবন্দিত্বের আজ  ৫৯২তম কালো দিবস।  কারাগারে যাওয়ার আগে তিনি যেমন ছিলেন এখন তেমন আর নেই। তার ওজন অনেক কমে যাওয়ায় শুকিয়ে গেছেন তিনি। অসুস্থতার জন্য তিনি হাঁটাহাঁটি করতে পারেন না। তাকে বিছানা অথবা চেয়ারে বসে থাকতে হয়। এ কারণে ওষুধ খাওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। পায়ের ব্যথা কমেনি। কারাগারে গেলেন হেঁটে। অথচ এখন হাঁটতে পারছেন না। হুইলচেয়ারে করে তাকে এদিক-ওদিক নিতে হয়।’

খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারে না বলে উল্লেখ করে রিজভী আরও বলেন,  ‘‘তার সারা শরীরে ব্যথা। এমনকি হাত দিয়ে মুখে তুলে খেতেও পারে না। রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না, তার দুই কাঁধ প্রায় ফ্রোজেন, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে। অসুখটা ‘ইরিভারসেভেল ডিজিস’, যে ক্ষতিটা হবে তা আর কোনও চিকিৎসাতেই ফিরে আসবে না। তার অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, তার ওপর অনেক অত্যাচার করেছেন এবার ক্ষান্ত দিন, ‘মিথ্যা সাজানো প্রতিহিংসার’ মামলায় অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে। এবার দ্রুত তাকে মুক্তি দিন।’’ 

বর্তমান ‘মিডনাইটভোট ও বিনাভোটের’ সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে বিপর্যপ্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন,  ‘শেয়ারবাজার, ব্যাংক, কয়লা,পাথর,পর্দা,বালিশ, টিন, বই, চা, চেয়ার-টেবিল সবকিছুতেই দুর্নীতি গিজগিজ করছে। হঠাৎ বিস্ময়কর অভিযানে আবিষ্কার হলো শত শত কোটি টাকা, ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবর। শত শত বছরের মসজিদের শহর ঢাকা এখন ক্যাসিনোর শহরে উন্নতি লাভ করেছে।’

লোক দেখানো এ অভিযানে অধরাই থেকে যাচ্ছেন মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা বলে দাবি করে রিজভী বলেন, ‘কারণ এবারের আওযামী আমলে সমগ্র বাংলাদেশটাই ডন গডফাদারদের কব্জায়।’

তিনি বলেন, ‘দেশের ব্যাংকগুলো সব দেউলিয়া করে আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের ঘরে ঘরে এখন ব্যাংক, টাকশাল বানানো হয়েছে বলে মন্তব্য কেরে রিজভী আরও বলেন, ‘‘বিদেশে লাখ লাখ কোটি টাকা পাচার করছে, পাচারের পর উদ্বৃত্ত টাকা থেকে যাচ্ছে ঘরে। দেশটাই দেউলিয়া করে দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর পিতার আক্ষেপের সেই ‘চাটার দল’। সরকারি দলের অঙ্গ সংগঠনের চুনোপুঁটি নেতারা আঙ্গুল ফুলে একেকটা বটগাছ হয়ে গেছে ।’’

গত একদশকে বাংলাদেশ থেকে ছয় লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘২০১৮ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমান ৫ হাজার ৩৭৩ কোটি টাকা। সারাদেশে ঋণখেলাপির পরিমাণ ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট, টাকার খোঁজে সরকার। মূলধন সংকটে দেশের ১১টি ব্যাংক। এগুলো হলো— রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক। বেসরকারি খাতের এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক ব্যাংক, বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। বিশেষায়িত কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে আটশো ১০ কোটি টাকা লোপাট হয়েছে। নানা ভাবে একেক জন লুটেরা হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে ব্যাংকগুলো ফাঁকা করেছে। ৯টি ব্যাংক ইতোমধ্যে অচল হয়ে গেছে, ৫টি ব্যাংকের এলসি নিচ্ছে না বিদেশিরা।

উন্নয়নের নামে সরকারি প্রজেক্ট নেওয়া হয় ৫-১০ গুণ খরচে প্রাক্কলন করে বলে অভিযোগ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, ‘সরকারি দলের সাধারণ সম্পাদকের মন্ত্রণালয়ে চলছে মহাদুর্নীতি। যেখানে ফোর লেইন রাস্তান নির্মাণে বিশ্বের কোথাও প্রতি কিলোমিটারে ২৮ কোটি টাকার বেশি খরচ হয় না, সেখানে ওবায়দুল কাদের এক কিলোমিটারে খরচ করছেন ২০০ কোটি টাকা। এই একটিমাত্র নম্বরই বলে দিচ্ছে রাঘব বোয়ালদের লুটপাট হচ্ছে কী মাত্রায়।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা