X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজপথে নামার হুঁশিয়ারি রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০১৪, ১৮:০১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩

জনগণের দাবি পূরণে প্রয়োজনে রাজপথে নামার হুমকি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। বুধবার সংসদের ‌‌ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। রওশন এরশাদ বলেন, “জনগণের দাবি দাওয়া পূরণে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।” নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি ন্যায় বিচার হবে। জনগণ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়। এ নিশ্চয়তা দিতে প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলনে গড়ে তুলবো।” জাতীয় পার্টি সংসদে কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন নিয়ে করা এক প্রশ্নের জবাবে রওশন বলেন, “আমরা যথাযথভাবে বিরোধীদলের ভূমিকা পালন করছি। আগের নেত্রী তো ১০ দিনও সংসদে যাননি। তাকে আপনারা প্রশ্ন করেননি কেন? আমরা ফাইল ছিড়িনি কিংবা অশালীন বক্তব্যও দেইনি। সরকারের গঠনমূলক সমালোচনা করেছি।” বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে বিরোধীদলীয় এই নেতা বলেন, “জনগণ যদি দেশে আরেকটি নির্বাচন চায় তা হলে আরেকটি নির্বাচন হবে এবং জাতীয় পার্টিও ওই নির্বাচনে অংশ নেবে।” জাতীয় পার্টি দেশে শান্তি ফিরিয়ে এনেছে দাবি করে রওশন বলেন, “নির্বাচনের আগে আন্দোলনের নামে হরতাল-অবরোধে পেট্রল বোমা দিয়ে মানুষ মারা হচ্ছিল। এ জন্যই নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। ৫ জানুয়ারির নির্বাচনের পরে দেশে শান্তি ফিরে এসেছে।” বিরোধীদলীয় নেত্রী নির্বাচিত হওয়ার পর এটি রওশন এরশাদের দ্বিতীয় সংবাদ সম্মেলনে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!