X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রংপুরে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল: দুলুকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
১০ জুন ২০১৪, ১৬:৪৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২

রংপুরে বিএনপির সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীতে ঝাড়ু মিছিল করেছে। এসময় দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু'র প্রতিকৃতিতেও ঝাড়ুপেটা করে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করে বিক্ষুব্ধরা।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর প্রতিকৃতিতে ঝাড়ু পেটা করেন এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান। পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (সদ্য ঘোষিত জেলা বিএনপির সহ-সভাপতি) মমতাজ শিরীন ভরসা বলেন, রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু চান না রংপুর থেকে কোন মেধাবী নেতা তৈরি হোক। তাই তিনি অর্থের বিনিময়ে এবং জেলা বিএনপিকে বিভক্ত করার জন্য অযোগ্যদের নিয়ে জেলা ও মহানগর কমিটি গঠন করেছেন। তিনি আরও বলেন, যদি কমিটি বাতিল করা না হয় তাহলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে ও নতুন তৃণমূল বিএনপি গঠন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদ্য ঘোষিত মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা কায়সার জামান বাবলা, যুবদলের সভাপতি রঈচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!