X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবরার প্রমাণ করে গেছেন দেশে ভিন্নমত অবলম্বনকারীকে হত্যা করা হয়: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৪:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:৩৩

বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহেমদ

বাংলাদেশে ভিন্নমত অবলম্বনকারীকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আবরার ফাহাদ শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন— বাংলাদেশে যদি ভিন্নমত অবলম্বন করা হয়, তবে তাকে হত্যা পর্যন্ত করতে তারা (সরকার) কার্পণ্য করে না। আজকে আমাদের সময় হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘আজকে পত্রপত্রিকার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে, শুধু বুয়েট নয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের হল এবং ডরমেটরিগুলোতে ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট লোকজন টর্চার করছে। তারা শুধু ভিন্নমতাবলম্বীদের সেখানে নির্যাতন করে না, নিরীহ ছাত্রদেরও নির্যাতন করে এবং সেখান থেকে চাঁদা আদায় করে।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং দেশের মানুষ যেন সভ্যতার সঙ্গে বসবাস করতে পারে, সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন। আজকে খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং প্যারোলের মাধ্যমে নয়, এর অবসান হতে পারে একমাত্র রাজপথ, রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে। এই মুক্তি আমাদের আনতে হবে, এটা সময়ের ব্যাপার।’

মওদুদ আহমদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, আর কতদিন? এতদিন তো আমরা সহ্য করেছি, কিন্তু আমাদের আর কিছুদিন সহ্য করতে হবে।সময় আসবে, যখন এদেশে একটি জালেম সরকারকে উৎখাত করার জন্য একটি জনবিস্ফোরণ ঘটবে।’

বিএনপির এই স্থায়ী সদস্য বলেন, ‘২০ দলীয় ঐক্যজোট আছে এবং থাকবে। পাশাপাশি সর্ববৃহৎ প্ল্যাটফর্ম তৈরির জন্য আমাদেরকে দেশের সব গণতন্ত্র মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এই সরকার জবাবদিহিতাহীন সরকার। আর জবাবদিহিতাহীন  সরকার হলে যা হয়, তাই হচ্ছে এখন। জবাবদিহিতা না থাকার কারণেই আজকে এই নৈরাজ্য টেন্ডারবাজির দুর্নীতি চলছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সোনার ছেলেরা গত ১০ বছর ধরে— এই ছাত্রলীগ, যুবলীগ তাদের নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত। এই যে আমরা শুনি প্রতিবছর নাকি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। ব্যাংক লুট, শেয়ার বাজার লুট দেশের অর্থনীতিকে পঙ্গু করে এক শ্রেণির মানুষ এই সরকারের মদতে এবং যারা এই সরকার পরিচালনা করছে, তাদের প্রভাবে ও তাদের প্রত্যক্ষ অংশীদারিত্বে এই ধরনের দুর্নীতি আজ  বাংলাদেশে চলছে।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন,  ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ।

 

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো