X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় এমপিদের জন্য উন্নয়ন বরাদ্দের টাকা কোথায় যায়: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৯:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:২৪

 

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন ঢাকার সংসদ সদস্যদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ ২০ কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের (এমপি) জন্য নির্ধারিত উন্নয়নের ২০ কোটি টাকায় ডিসিসির রাস্তাঘাট নির্মাণ, মেরামত করার কথা থাকলেও তার কোনও হদিস নেই। এই টাকা কোথায় যায়?’

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেনন অভিযোগ করেন, ‘মশার ওষুধ কেনায় ডিসিসির দুর্নীতি মানুষের মৃত্যুর কারণ হলেও, ডেঙ্গুর প্রকোপ নিয়ে মশকরা পর্যন্ত করা হয়েছে। ২০ ভাগ নিয়ে যে ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে, তারা ওই কাজ ফেলে রেখে স্থানীয় মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। নতুন তৈরি করা ড্রেনগুলো দিয়ে পানি না নামায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়।’

ক্ষমতাসীন জোটের এই প্রভাবশালী নেতা অভিযোগ করেন, ‘ডিসিসি বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা পেয়েছে, তা দিয়ে ঝকঝকে ঢাকা তৈরি করা যেত। মানুষকে ময়লা-আবর্জনা ও ড্রেনের পচা পানি দিয়ে যাতায়াত করতে হতো না।’

সামনে মেয়র নির্বাচনে একজন সৎ, দক্ষ ও কর্মোদ্যগী মেয়র নির্বাচন করতে হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মেনন বলেন, ‘কাউন্সিলরদের যেন ক্যাসিনো ব্যবসা, টেন্ডারবাজি ও দখলবাজির কারণে দৌড়ের ওপর না থাকতে হয়।’

মেনন বলেন, ‘দুর্নীতি কেবল উন্নয়নকে বাধাগ্রস্তই করে না, সমাজের মূল্যবোধে বড় ধরনের অবক্ষয় সৃষ্টি করে। দেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের আধিপত্য সৃষ্টি হয়েছে, তা অর্থনীতির দুর্বৃত্তপনার ফলজাত।’

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান মহানগরের শ্রমজীবী মানুষদের সংগঠিত করার আহ্বান জানান। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদকে অমানবিক বলে অভিহিত করেন।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়।

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ