X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন বাংলাদেশ গড়ে তুলবো: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৭:১০আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৫০

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জিএম কাদের দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘জাপা মানুষের আস্থা অর্জন করে সেই শূন্যতা দূর করবে। আমরা দেশের মানুষের আস্থা অর্জন করেই এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ওলামা পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রাজনীতির জন্য টাকার প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা। সাধারণ মানুষের আস্থা আর্জন করতেই জাপা রাজনীতি করছে।’

তৃণমূলে জাপাকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন, তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।’

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাপা দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে।’ তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাপা সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।’

মতবিনিময় সভায় জাতীয় মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ‘ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

জাতীয় ওলামা পার্টি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারি হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এসএম আল জুবায়ের। জাতীয় মহিলা পার্টির সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহিলা পার্টির নেত্রী অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান এমপি প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া