X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বিএনপিকে না ডেকে মঞ্চে রাখলেন জামায়াত

দলে-দলে প্রতিবাদের প্রস্তুতি নিতে অলির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ০২:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৩:০১

দলে-দলে প্রতিবাদের প্রস্তুতি নিতে অলির আহ্বান সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক ও এলডিপি সভাপতি অলি আহমদ। আন্দোলনে সফল হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘যথাসময়ে আইন মান্য করে দলে দলে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রস্তুতি নিন।’ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে এলডিপির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান বলেন।

তবে নিজ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজনৈতিক সহযোগী বিএনপিকে না রাখলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর প্রভাবশালী এক নেতাকে মঞ্চে জায়গা দিয়েছেন অলি আহমদ।

সভায় বিএনপিকে নিয়ে ব্যাপক সমালোচনা করেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ।

এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বলেন, দেশ এখন ‘এক ধরনের দোজখে’ পরিণত হয়েছে। আর ঘরে বসে থাকলে দেশে শান্তি ফিরবে না মন্তব্য করে তিনি বলেন, ‌‌‘আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি। এতে করে সরকারের বিদায় ঘণ্টার ধ্বনি শোনা যাবে।’

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, জালিমের অবসানে জাতীয় মঞ্চে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে এলডিপি মহাসচিব বলেন, নেত্রীর মুক্তির জন্য যারা আজকে রাজপথে নামবে, তাদের দলের নেতারা সরকারের সঙ্গে আঁতাত করে কোনও আন্দোলনে যাচ্ছে না। আপনারা অভিশপ্ত নেতৃত্ব, দেশের মানুষ আপনাদের কোনোদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে না- এটুকু আমি এলডিপির মহাসচিব হিসেবে বলতে পারি।’

তিনি আরও বলেন, ‘মওদুদ ভাই বলেন, একমাত্র আন্দোলনের মাধ্যমে নেত্রীকে বের করবো; খন্দকার মোশাররফ বলেন, একমাত্র আন্দোলনের মাধ্যমে নেত্রীকে বের করবো- নেত্রী আর কয়েকদিন পর মারা যাবেন। আমরা মনে করি, এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।’

এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, অলি আহমদ বিএনপির কোনও প্রতিনিধিকে না রাখায় বা না ডাকায় নেতারা বিষয়টি সহজভাবে নিতে পারেননি। বিষয়টি নিয়ে জোটের বাইরে-ভেতরে আলোচনা হচ্ছে।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া