X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রেনের সংঘর্ষের ঘটনা সরকারের বড় ধরনের ব্যর্থতা: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:২৮

জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাদের শ্রদ্ধা নিবেদন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটা যে সরকারের কত বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা তা বলার অপেক্ষা রাখে না। এই অনির্বাচিত সরকারের বিদায় হওয়া দরকার।’

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

বর্তমান সরকারের জবাবদিহি নেই উল্লেখ করে এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘এরকম দুর্ঘটনায় একজন মন্ত্রীর পদত্যাগ দাবি করে লাভ নেই। পুরো সরকারের পদত্যাগ করা উচিত। দেশে ভোটে নির্বাচিত সরকার থাকলে এমন ঘটনায় জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকতো। ঘটনার পরে তদন্ত করে বিচার ও ক্ষতিপূরণ দিতো। এই সরকার অবৈধ, তাই তাদের কোনও জবাবদিহি করতে হচ্ছে না।’

তিনি বলেন, ‘সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তাদের বিদায় হওয়া দরকার। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তাদের বিদায় নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– কর আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কামরুল আলম চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করে বিএনপি।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

/এএইচআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি