X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে দর-কষাকষির ক্ষমতা আ.লীগের নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৭:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ এমন এক সরকার রয়েছে, যে আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না। সেই শক্তি তার নেই, সেই বার্গেনিং ক্যাপাবিলিটি তার নেই। কারণ, সে ভারতের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার জন্য। এটা হচ্ছে মূল কথা, এটা বাস্তবতা।’
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে হোটেল পূর্বাণীতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে ‘ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি: বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও অভিযোগ করে বলেন, ‘এই সরকার যতদিন থাকবে, ততই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হবে, একে একে নষ্ট হবে; বাংলাদেশ নিঃস্ব হয়ে যাবে।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর স্থলসীমান্ত চুক্তি কার্যকরসহ বেশকিছু অমীমাংসিত সমস্যার সমাধান হলেও তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে আছে।
ফেনী নদীর পানি ভারতকে দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অভিন্ন নদী নয়। সেই নদীর পানি নিয়ে যাচ্ছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে, খাওয়ার পানি চাইলে পানি দেবো না?’
বিএনপি মহাসচিব বলেন, ‘ভালো কথা, পানি দেবেন। তা আমাদের যে লাখ লাখ মানুষ তিস্তার অববাহিকায় আজ নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবন-জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, সে বিষয়ে আপনি (প্রধানমন্ত্রী) একটি কথাও বলবেন না?’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সীমান্তে আমাদের লোকদের গুলি করে মেরে ফেলে দিচ্ছে। আপনারা বলছেন, এটা কমে এসেছে। আমরা তো কমতে দেখছি না।’
আবারও ভারতের সঙ্গে চুক্তিগুলো সম্পূর্ণ প্রকাশের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা এমন একটা সংসদ যে, চুক্তিগুলো নিয়ে একটা আলোচনাও হয়নি। আমাদের সংবিধানে বলা আছে, যেকোনও চুক্তি সংসদে উপস্থাপন করতে হবে। সেখানে আলোচনা করতে হবে এবং সেটাকে রেটিফাই করতে হবে সংসদে। সেটা কখনও করা হয় না।’
মির্জা ফখরুল বলেন, ‘এই যে সৌদি আরব থেকে আমাদের নারী শ্রমিকরা ফিরে আসছেন, তাদের মধ্যে ৫৩ জন নিহত হয়েছেন। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা স্বাভাবিক ব্যাপার, সংখ্যা কম।’
এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘এই সরকারকে সরাতে হবে। এই যে দানবের মতো বসে আমাদের সবকিছু তছনছ করে দিয়েছে, দলমত নির্বিশেষে সবাইকে এক করে সেই সরকারকে সরাতে হবে। তারা যে ডাকাতির নির্বাচন করেছে, তার ফল বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিতে হবে।’
আলোচনা সভায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি কে মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম প্রমুখ।

/এসটিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!