X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার সঙ্গে সরকার জড়িত: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৫৬

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি) পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘লাগামহীনভাবে পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকার জড়িত। এ কারণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে, জনগণ ইচ্ছা করলে লাগাম টানতে পারে।’

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সরকার সচেতন থাকলে জনগণের নিত্য প্রয়োজনীয় এই পণ্য নিয়ে কোনও ব্যবসায়ী খেলা করার সাহস পেতেন না। ব্যবসায়ীরা সব সময় লাভ খুঁজবে, এটাই স্বাভাবিক, তবে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। ভারত রফতানি বন্ধের পর সরকারের উচিত ছিল অন্য দেশ থেকে দ্রুত পেঁয়াজ আমদানি করা। কিন্তু এটা করতে সরকার ব্যর্থ হয়েছে। ব্যবসায়ীদের বড়লোক করতেই সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,‘খালেদা জিয়াকে জেলে না রাখলে আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে করে নিতে পারতো না। তাই চক্রান্ত করেই তাকে জেলে রাখা হয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন,‘নেতাকর্মীরা এখন রাজপথ ভুলে গেছে। তারা রাজপথে এলে খালেদা জিয়া এতদিন জেলে থাকতে পারে না। মনে রাখতে হবে, কোনও পরিবর্তনই প্রস্তুতি নিয়ে হয় না। মুক্তিযুদ্ধ প্রস্তুতি নিয়ে হয়নি, ৭ নভেম্বর প্রস্তুতি নিয়ে হয়নি। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে নামতে হবে। আর এর জন্য আগে থেকে কোনও প্রস্তুতির দরকার হবে না।’

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে