X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের ঝাঁজে লাফাচ্ছে বিএনপি: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৩১

হাসানুল হক ইনু পেঁয়াজের ঝাঁজের সঙ্গে সঙ্গে বিএনপি লাফাতে লাফাতে সরকার উৎখাতের হুংকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সরকার উৎখাতের হুংকারটা বন্ধ করুন।এই অপরাজনীতি করে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, বরং বাজারটা কীভাবে ঠিক রাখা যায়, কোনও গঠনমূলক প্রস্তাব থাকলে দিন। সরকার অবশ্যই গ্রহণ করবে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নিত্যপণ্যের দামে ওঠানামা আছে। প্রশাসনের কখনও সফলতা আছে, কখনও ক্ষমতার অপব্যবহার আছে, কখনও ব্যর্থতা আছে। এগুলো রাষ্ট্রপরিচালনা, সমাজ-অর্থনীতির যাপিত জীবনের দৈনন্দিন সমস্যা। এসব সমাধানে সরকার তৎপর হয়; জনগণ, সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী তৎপর হয়।’
তিনি বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দামে ওঠানামা নিয়ে সমালোচনা-আলোচনা হতেই পারে। আমরা একে আমন্ত্রণ জানাই। কথায় কথায় নির্বাচিত সরকার উৎখাতের হুংকার কেবল শব্দদূষণই করবে, কিন্তু নির্বাচিত শেখ হাসিনার সরকারের কিছুই হবে না।’

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই দাম ওঠানামার সঙ্গে জড়িত অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটকে শুদ্ধি অভিযানের আওতায় এনে ধ্বংস করে দিন। সবার সমন্বয় আরও জোরদার করুন, ঘনিষ্ঠভাবে কাজ করুন। বাজার ব্যবস্থাপনায় সরকারি কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করুন। এই বাজার ওঠানামায় জড়িত যারা, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ীদের আমরা যেন রেহাই না দিই।’
এর আগে হাসানুল হক ইনুর সভাপতিত্বে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ