X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৪

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবালের স্মরণে সভা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি। এই রায়কে স্বাগত জানিয়েছি আমরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট'স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবালের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য- যে জঙ্গিবাদ আজকে মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাই সচেতন থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ঘটনা ঘটানোর সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা, বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০ থেকে ১২ বছর ধরে এমন অবস্থা তৈরি করেছে যে মানুষ তার কথা বলতে পারে না।’
হলি আর্টিজান মামলার রায় নিয়ে বিএনপি কোনও কথা বলেনি- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এটা ঠিক নয়। হলি আর্টিজানের রায় যেদিন হয়েছে সেদিন আমাকে কয়েকজন সাংবাদিক ফোন করেছেন। আমি দলের প্রতিক্রিয়া সেখানে দিয়েছি। সেটা হচ্ছে, হলি আর্টিজানের ঘটনা ঘটার পরপরই আমরা প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম, আজকে প্রয়োজন জাতীয় ঐক্যের। সরকারের উচিত হবে এই মুহূর্তে সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে একটা বৈঠকের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই জঙ্গিবাদ আমাদের সভ্যতাকে নষ্ট করে দিচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন ডিএনএ (ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্ট হয় চাকরি করার জন্য। কি টেস্ট? বিএনপি ও জাতীয়তাবাদী কোনও গন্ধ আছে কিনা। এ ঘটনাগুলো সবাই জানেন। এজন্য সবাইকে রুখে দাঁড়াতে হবে। ৭১ সালে আমরা যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনা ছিল গণতন্ত্র।’
বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সব চক্রান্ত সম্পূর্ণ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের ঘণ্টা বেজেছে। সেদিন আমাদের দলের নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইডেনে তিনি (শেখ হাসিনা) ঘন্টা বাজিয়ে উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা। তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কি। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে। নানা ক্ষেত্রে ব্যর্থতা সরকারের পতন ডেকে আনছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের উদ্দেশে বলতে চাই, মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। কৃষির প্রবৃদ্ধি নিয়ে যেসব কথা বলেছেন, তা বন্ধ করুন। আজকে পেঁয়াজের দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, নিয়ন্ত্রণ করতে পারেন না।’
নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে ধানের বাজারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমি গত পরশু এসেছি ঠাকুরগাঁও থেকে। এখন ধানের মণ সাড়ে পাঁচ শ’ টাকা। যেটা উৎপাদন করতে কৃষকের সাড়ে ছয় শ’ থেকে সাড়ে সাত শ’ টাকা খরচ লাগে। কৃষক তা পাচ্ছে না। কষ্টের মধ্যে আছেন কৃষকরা।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ ।

 

/এইচএন/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ