X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন শুনানিতে ড. কামালকে নিতে সিদ্ধান্তহীনতায় বিএনপি

সালমান তারেক শাকিল
০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯

খালেদা জিয়া এবং ড. কামাল হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে যুক্ত করার ব্যাপারে বিএনপি ও দলটির ঘনিষ্ঠ শরিক নেতাদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত করতে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনানুষ্ঠানিকভাবে জরুরি বৈঠকে বসার কথা বিএনপির স্থায়ী কমিটির। দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের বৈঠকের বিষয়ে প্রথম আগ্রহ দেখান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার আগ্রহেই গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফ্রন্টের বৈঠক হয় এবং ওই বৈঠকে ড. কামালও কর্মসূচি নিয়ে আগ্রহ দেখান। যদিও ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন না। পরে বুধবার সকালে ডা. জাফরুল্লাহর বাসায় বিএনপি মহাসচিবসহ ফ্রন্টের সিনিয়র নেতারা বৈঠকে বসেন। সেখানে আলোচনা হয় ড. কামালকে খালেদা জিয়ার জামিন শুনানিতে অংশ নিতে আমন্ত্রণ জানাতে পারে বিএনপি। যদিও মির্জা ফখরুল এ বৈঠকে কোনও সিদ্ধান্ত জানাতে পারেননি। তিনি বলেন, দলের আইনজীবী ও নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। এরইমধ্যে ফোনালাপ চলতে থাকে ফ্রন্ট নেতাদের মধ্যে।
জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ডা. জাফরুল্লাহকে আমন্ত্রণ জানাতে যেতে বলেছিলেন মির্জা ফখরুল। কিন্তু ডা. জাফরুল্লাহ এতে রাজি হননি। তিনি জানান, বিএনপির মহাসচিব সঙ্গে গেলেই তিনি যাবেন এবং তিনি আত্মবিশ্বাসী যে ড. কামাল আমন্ত্রণ পেলে শুনানিতে অংশ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কোর্টে যেতে আমাকে কিছু বলা হয়নি। আর নিজের ইচ্ছায় তো কেউ কোর্টে যায় না। কোর্টে নিতে হলে নিয়ে যেতে হয়।’

খালেদা জিয়ার জামিন শুনানিতে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির সিনিয়র আইনজীবীদের মনোভাবও ইতিবাচক। বুধবার দুপুরেই ফ্রন্টের নেতাদের কাছে খবর পৌঁছায়, তাদের শরিক দলের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবদীন ও খন্দকার মাহবুব হোসেনের এ ব্যাপারে আপত্তি নেই। সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দলের অন্যতম নীতিনির্ধারক ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘ড. কামাল হোসেন কোর্টে গেলে তো খুবই ভালো হয়। সাধারণত তিনি ক্রিমিনাল কেস লড়েন না। তবে যেহেতু খালেদা জিয়ার জামিন শুনানি, সবকিছু ফাইল করা হয়েছে, সেহেতু তার উপস্থিতি অন্য মাত্রা দেবে।’ বিষয়টিকে তিনি ইতিবাচকভাবেই দেখেন বলে জানান।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জামিন শুনানিতে ড. কামালকে আমন্ত্রণ জানানোর বিষয়টি চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসছেন স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি সন্ধ্যায় ৬টায় শুরু হওয়ার কথা। স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘দলের চেয়ারপারসনের জামিন শুনানির সম্ভাব্য সবদিক পর্যালোচনা করতেই আজকের বৈঠক। দলের কয়েকজন আইনজীবীও থাকবেন মিটিংয়ে।’

সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অগ্রগতি হয়নি। হলে জানা যাবে।’
ফ্রন্টের শীর্ষ আরেক নেতা অবশ্য এ প্রতিবেদকের কাছে হতাশা ব্যক্ত করে বলেন, ‘এখনও কিছু পাইনি। ড. কামালকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিএনপির দিক থেকে সম্ভাবনা মনে হয় শেষ।’
এই নেতা আক্ষেপ করে আরও বলেন, ‘আমরা ফ্রন্টের নেতারা খালেদা জিয়াকে দেখতে যেতে চেয়েছিলাম। প্রথম দিকে কোনও সাড়াই দেয়নি বিএনপি। পরে নাম দিয়েছে একজনের, তাও ততক্ষণে সময় শেষ।’
যদিও বিএনপির একটি দায়িত্বশীল অংশ বলছে, খালেদা জিয়া গত বছর গ্রেফতার হওয়ার পর মির্জা ফখরুল গিয়েছিলেন ড. কামালের কাছে মামলার বিষয়ে পরামর্শ নিতে। ওই সময় ড. কামাল সম্মত হননি। এমনকি পরে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎও করতে যাননি তিনি। এ কারণে তাকে আমন্ত্রণ জানাতে এক ধরনের অনীহা থাকতে পারে দলের শীর্ষ নেতৃত্বের।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না