X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘যাদের পারফরম্যান্স পুওর দলে তাদের বড় দায়িত্বে রেখে লাভ নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫২

ওবায়দুল কাদের আসন্ন জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসছে কিনা এবং যারা এখন দায়িত্বে আছেন তারা সবাই কমিটিতে থাকছেন কিনা, এব্যাপারে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের পারফরম্যান্স পুওর দলের মধ্যে তাদের বড় দায়িত্বে রেখে তো কোনও লাভ নাই। আমাদের দলে কেউ বাদ যায় না, দায়িত্বের পরিবর্তন হয়।’

আজ সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি ভালো। ১৮ ডিসেম্বর ঝালকাঠি সম্মেলনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের সম্মেলন শেষ হবে। এর মধ্য দিয়ে ৩০-৩২টি জেলার সম্মেলন সম্পন্ন হবে। বাকি যেগুলো থাকবে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের দলে সভাপতি পদে কোনও পরিবর্তন হয় না। তিনি যদিও দল থেকে অবসর নিতে চাইছেন, কিন্তু তিনি যেতে চাইলেও যেতে নাহি দিবো। আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম তিনি নিজেই সাজান।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আওয়ামী লীগে নারী নেতৃত্ব ও নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা চলছে।’

মন্ত্রিসভায় কোনও পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মেলনের আগে মন্ত্রিসভায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নাই। আর নতুন বছরে কোনও পরিবর্তন আসবে কিনা সেটি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।’

‘বিএনপিতে সমন্বয় নেই’

বিএনপি নেতারা বলেছেন, তারা নতুন করে আন্দোলন-সংগ্রাম করবেন, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা কখন কোথায় যে কী কথা বলেন তারই তো কোনও সমন্বয় নাই। তাদের সমন্বয়হীন নেতৃত্বই দলের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোন্দল, রেষারেষি তো রয়েছেই। দলের প্রধান খালেদা জিয়ার মুক্তির জন্য একপক্ষ আন্দোলনের কথা বললেও অপর একটি পক্ষ বলে আন্দোলনের সময় আসে নাই। তারা সবকিছু হারিয়ে এখন আদালতের বিরুদ্ধে অসম যুদ্ধ শুরু করেছে।’

আরও পড়ুন- পুনরায় দায়িত্ব গ্রহণে আমি ইন্টারেস্টেড নই, একথা তো আমি বলিনি: ওবায়দুল কাদের

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টির তৃতীয় দিনেও স্থবির দুবাই
রেকর্ড বৃষ্টির তৃতীয় দিনেও স্থবির দুবাই
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট