X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার জামিন নাকচে ক্ষুব্ধ বিএনপি, রবিবার সারাদেশে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২২:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২৩:২৭





খালেদা জিয়ার জামিন নাকচে ক্ষুব্ধ বিএনপি, রবিবার সারাদেশে বিক্ষোভ কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে রায় হয়েছে সেই রায়ে আমরা হতাশ ও ক্ষুব্ধ। রায়ে জাতি পুরোপুরিভাবে স্তম্ভিত শুধু নয়, ক্ষুব্ধ।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রবিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে প্রতি থানায় বেলা ২টার পর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’ পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে জানান তিনি।
মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তার স্বাস্থ্যগত কারণে জামিনের আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই আদেশে সারাদেশের মানুষ আজ হতাশ ও ক্ষুব্ধ। মানুষের মধ্যে প্রত্যাশা ছিল, তাদের শেষ আশ্রয়স্থল সর্বোচ্চ আদালতে তাদের প্রিয় নেতা ন্যায়বিচার পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তিনি ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন।’
মানুষের আস্থা নষ্ট হয়ে গেলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে যায়— এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সুপরিকিল্পিতভাবে দেশের গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোগুলোকে দুর্বল করে ফেলার জন্য প্রথম থেকেই এক একটি পদক্ষেপ নিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরপর তিনটি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে। তখন এই খালেদা জিয়া বলেছিলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের নির্বাচনি ব্যবস্থার ভিত্তি দুর্বল করে ফেলা হয়েছে।’
২০১৪ সালেও আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে সরকার গঠন করেছিল, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনও একইভাবে নির্বাচনের আগের রাতে ২৯ ডিসেম্বর ভোট চুরি করে অনির্বাচিত ও অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়েছে।’
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ বিচারব্যবস্থা দুর্বল করে ফেলেছে। প্রশাসন তারা দখল করেছে এবং মিড়িয়াকেও নিয়ন্ত্রণ করছে। তারা স্বাধীন মত প্রকাশ করতে পারছে না। সারাদেশে আজ ফ্যাসিবাদের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিভাবে এতই দুর্বল হয়েছে যে, রাজনৈতিকভাবে তারা বিরোধী দলকে মোকাবিলা করতে পারছে না। এজন্য তারা মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে জেল-জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের অংশগ্রহণ ও সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতা দখল করে যারা বসে আছে, তাদের বাধ্য করবো এই নির্বাচনের ফল বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠনে।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে খালেদা জিয়ার মামলায় আপিল বিভাগের রায় বিস্তারিতভাবে স্থায়ী কমিটির সদস্যদের সামনে তুলে ধরেন দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’