X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর অতি কালো দিবস: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,  ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতেই ভোট হয়ে গিয়েছিল। তাই ওই দিন আমাদের প্রতিবাদ করার সময়। বাম দলগুলো ৩০ ডিসেম্বরকে কালো দিবস ঘোষণা করেছে। আমি বলি, এটা অতি কালো দিবস। বিজয়ের মাসে আমরা আনন্দ যেমন করবো, একইসঙ্গে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করবো।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশের শ্রমিক সংগঠনগুলোর কাছে আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘আপনারা পাটকল শ্রমিকদের পাশে দাঁড়ান। যাদের চাকরি চলে যায় তাদের পাশে দাঁড়ান। একটা ন্যায্য দাবি আদায়ের জন্য এই দেশের পাটকল শ্রমিকরা আন্দোলন করতে করতে একজন মারা গেছেন। অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি আছেন। একসময় এদেশের পাটকে সোনালী আঁশ বলা হতো। বর্তমানে সেটি ধ্বংস হয়ে গেছে। পাটকল চালু আছে কিন্তু পাটকল শ্রমিকদের মজুরি এখনও নির্ধারণ করা হয়নি। এর জন্য তারা পায় গত ১০ বছর যাবৎ সংগ্রাম করছে। সরকার সেটা তো করেনি, আমরা গত কয়েক মাস ধরে দেখছি পাটকল শ্রমিকরা মাঝেমাঝেই আন্দোলন। কিন্তু সরকার আশ্বাস দিলো সেগুলো মনে রাখেন না।’ 

সরকারকে উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা যত মিথ্যাচার করবেন তখন ধরা খাবেন। আপনারা দেশের জনগণের জন্য কোনও ভালো কাজ করেননি। আপনাদের হাতে দেশের জনগণ ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অতএব আপনারা চলে যান। আমরা এদেশেকে সোনার বাংলায় রাখতে চাই, শান্তির দেশ বানাতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় নাই। তিন তিনবারের প্রধানমন্ত্রী। এত অসুস্থ একটা মানুষ জামিন পায় না এই দেশে। এটা কোনও দেশ হলো? এই দেশে মামলা নিয়ে এমপি হয়, শত শত কোটি টাকার ঋণখেলাপিরা মন্ত্রী হচ্ছেন। আর আড়াই কোটি টাকার মামলায় বিরোধী দলের নেতারা জেলে থাকছেন।’ 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা